গ্লোবাল কমিউনিটি রেজিলিয়েন্স ফান্ড এর প্রতিনিধিদের ইপসা কার্যক্রম পরিদর্শন
গ্লোবাল কমিউনিটি রেজিলিয়েন্স ফান্ড ( জিইসিইআরএফ) এর দুই সদস্যবিশিষ্ট প্রতিনিধি দল গত ১০ ও ১১ ই আগস্ট কক্সবাজার জেলায় ইপসা সিভিক কনসোর্টিয়ামের কার্য্ক্রম পরিদর্শন করেন। দুই সদস্যবিশিষ্ট এ প্রতিনিধি দলের সদস্য ছিলেন সংস্থার ( জিইসিইআরএফ) গ্রান্ট অফিসার মিস লিলা স্কুমিকি লোগান ও সিনিয়র মনিটরিং অফিসার মাইকেল স্ক্রোল । দুদিনব্যাপী এ পরিদর্শনে তারা কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে জিইসিইআরএফ এর সহযোগিতায় বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন । এ পরিদর্শণ কার্যক্রমের সময় তারা লক্ষিত জনগোষ্ঠী , চেন্জ এজেন্ট ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে প্রকল্পের কার্যক্রম সম্পর্কে মতবিনিময় করেন।
কার্যক্রম পরিদর্শনের প্রথম দিন ১০ আগষ্ট ২০১৭ তারিখে প্রতিনিধি দল কনসোর্টিয়াম পার্টনার হেল্প কক্সবাজার এর কর্ম এলাকা উখিয়া উপজেলায় একটি মাদ্রসা ও উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের জন্য জীবন দক্ষতা শিক্ষ কার্যক্রম পরিদর্শন করেন । এসময় তারা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও চেন্জ এজেন্টদের সাথে মতবিনিময় করেন। এরপর প্রতিনিধিদল রামু উপজেলায় যুব গ্রুপের জাীবন দক্ষতা শিক্ষ কার্যক্রম পরিদর্শন করে এবং সেশনে অংশগ্রহনকারী যুবক ুযুবতী ও যুব গ্রুপ লিডারের সাথে কথা বলেন। রামু উপজেলায় কার্যক্রমে দ্বায়িত্বে আছে জাগো নারী উন্নয়ন সংস্থা । একি দিন বিকেলে কক্সবাজার সদরে একটি কবি গানের অনুষ্ঠান পরিদর্শন করেন।
১১ ই আগস্ট প্রতিনিধি দল মহেশখালীতে কার্য়ক্রম পরিদর্শন করেন । প্রতিনিধিদল ছোট মহেশখালীতে যুব গ্রুপের সদস্যদের আয়োজনে উপ্রবাদ ও সহিংসতামুক্ত সমাজ গঠনের দাবীতে জনসচেতনতা সৃষ্টির জন্য আয়োজিত মানবন্ধন অনষ্ঠিান দেখেন। এর আগে প্রতিনিধি দল নারীদের জন্য সচেতনতামূলক কার্যক্রম উঠোন বৈঠক পরিদর্শন করেন । প্রতিনিধি দল এসব কার্যক্রমে অংশগ্রহনকারী নারী ও যুবক-যুবতীদের অনুষ্ঠানে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ জানান । তারা আশা করেন সকলে উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোদে সবাই পরিবার , বন্ধু বান্ধব ও প্রতিবেশীদের সচেতন করবে। প্রতিনিধি দল ইপসার কার্যক্রমে তাদের সন্তোষ জানায় ।