Skip to main content
ইপসা জাতিসংঘের ”ইকোনোমিক এন্ড সোস্যাল কাউন্সিল” এর স্পেশাল কন্সালটেটিভ স্টাটাস প্রাপ্ত একটি সংগঠন

শামসুন্নাহার চৌধুরী লোপা’র পিএইচডি ডিগ্রী অর্জন

Dr. Shamsun Nahar Chowdhury Lopa

চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার জর্নাদ্দনপুর গ্রামের শামসুন্নাহার চৌধুরী লোপা পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের আওতাধীন লোক প্রশাসন বিভাগ থেকে তিনি এ ডিগ্রী অর্জন করেন। তাঁর গবেষণার বিষয় ছিল “পলিসি এডভোকেসী স্ট্রেটেজীস অব এনজিওস ফর দ্যা প্রিভেনশন অব এসটিডি এইড্‌স ইন চিটাগং : এ কেইস স্টাডি”। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রফেসর ড. মোঃ শায়রুল মাশরেখ’র তত্ত্বাবধানে তিনি এ দীর্ঘ গবেষণা কার্যক্রম পরিচালনা করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গত ১০ জুন ২০১৭ তারিখের ৫০৯তম সিন্ডিকেট সভায় তাঁর এ ডিগ্রী অনুমোদন করা হয়। তিনি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,বিশিষ্ট শ্রমিক নেতা ও প্রগতিশীল রাজনীতিবিদ কমরেড আহসান উল্লাহ চৌধুরী’র কন্যা এবং সমাজ উন্নয়ন সংগঠন ইপসা’র প্রধান নির্বাহী মো: আরিফুর রহমান’র সহধর্মিনী। তিনি বিভিন্ন সমাজ উন্নয়ন ও সমাজ কল্যাণমূলক সংগঠন এবংনারী উন্নয়ন কার্যক্রমের সাথে জড়িত। বর্তমানে তিনি বিভিন্ন একাডেমিক-নন একাডেমিক গবেষণা কর্মকান্ডের সম্পৃক্ত আছেন।

Chittagong University, Order of the    509th Syndicate Dated the June 10th 2017