রাঙ্গুনিয়ায় ইপসা’র ম্যালেরিয়া বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ম্যালেরিয়া প্রবন উপজেলা রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নে সাধারন জনসাধারণের মাঝে ম্যালেরিয়া রোগ বিষয়ে সম্যক ধারণা প্রদানের লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসা’র আয়োজনে কর্মশালা গত ২২ অক্টোবর তারিখে অনুষ্ঠিত হয়। সরফভাটা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইপসা’র প্রজেক্ট ম্যানেজার সাংবাদিক জিগারুল ইসলাম জিগারের সভাপতিত্বে ম্যালেরিয়া রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সরফভাটা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ ফরিদ উদ্দিন চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা নাছির উদ্দিন আলকাদেরী, মুক্তিযোদ্ধা আবুল কালাম চৌধুরী, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, মাহবুব আলম, মোহাম্মদ আলী, শিরিন আকতার, শিক্ষক হারুনুর রশিদ, বিমল কানি- নাথ, ইপসার কর্মকর্তা শহিদুল আলম প্রমূখ। এতে জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতাসহ বিভিন্ন পেশাজীবিরা অংশ নেন। কর্মশালায় জানানো হয় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ করতে হলে সাধারন মানুষের মাঝে ম্যালেরিয়ার বাহক মশার বংশ বিস্তার রোধে সচেতনতা বাড়াতে হবে। বাড়ির আশপাশ পরিস্কার রেখে মশার বংশ বংশ বিস্তার রোধ করা সম্ভব। কীটনাশকযুক্ত মশারীর ব্যবহার নিশ্চিত করা গেলে ম্যালেরিয়া নিয়ন্ত্রণ প্রতিরোধ সম্ভব বলে কর্মশালায় জানানো হয়।