Skip to main content
ইপসা জাতিসংঘের ”ইকোনোমিক এন্ড সোস্যাল কাউন্সিল” এর স্পেশাল কন্সালটেটিভ স্টাটাস প্রাপ্ত একটি সংগঠন

এমআরএ এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান এর ইপসা পরিদর্শন

এমআরএ এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান এর ইপসা পরিদর্শন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এর মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) এর মাননীয় এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান জনাব অমলেন্দু মুখার্জী ২৭শে মে ২০১৮ইং স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা’র প্রধান কার্যালয় পরিদর্শন করেন। এ সময়ে তাঁর সাথে আরো উপস্থিত ছিলেন এমআরএ’র সিনিয়র সহকারী পরিচালক মোঃ ফরিদুল হক। তিনি ইপসা ইনফরমেশন সেন্টার ভিজিট করেন এরপর তিনি কনফারেন্স রুমে সকল পরিচালক এবং উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে দীর্ঘ সময় মতবিনিময় করেন।

Executive Vice Chairman of Microcredit Regulatory Authority visits YPSA Information Center at Chittagong

মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) এর আইন ২০০৬ ও বিধিমালা ২০১০ এর বিভিন্ন ধারা উপধারা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

তিনি বাংলাদেশের বিভিন্ন এমএফআই এর কার্যক্রম, সাফল্য, ব্যর্থতা, চ্যালেঞ্জ সমূহের অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করেন। ভবিষ্যতে মাইক্রোফাইন্যান্স ইন্সটিটিউশন দের করণীয় বিশেষ করে লক্ষিত জনগোষ্ঠির সাথে সরাসরি সম্পর্ক জোড়দারকরন, কার্যক্রমের স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধির উপর আলোকপাত করেন।

sharing meeting

তিনি বলেন, সংস্থার ও কর্মসূচি সমূহের স্থায়ীত্বশীলতার জন্য আয় বৃদ্ধি করা, মাইক্রোক্রেডিট উন্নয়ন মডেল যথাযথভাবে অনুসরন করা এবং ষ্টাফদের কর্মদক্ষতার মানন্নোয়ন সহ সুযোগ সুবিধা বৃদ্ধি করা প্রয়োজন।

Executive Vice Chairman of Microcredit Regulatory Authority visits YPSA Information Center at Chittagong 2