ইপসার পক্ষ থেকে ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার অর্জন করেন শ্রেষ্ঠ নারী উদ্যোক্তা ও শ্রেষ্ঠ তরুণ উদ্যোক্তা
গণপ্রজাতনত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় অনুষ্ঠিত ১৪তম ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার ২০১৯। সিটি ফাউন্ডেশন এর অর্থায়নে, শক্তি ফাউন্ডেশন ও সিডিএফ এর আয়োজনে হোটেল ইন্টারকনটিনেনটাল এ পুরস্কার বিতরনী অনুষ্ঠান আয়োজন করা হয় ১৯ সেপ্টেম্বর । অনুষ্ঠানে ইপসার পক্ষ থেকে শ্রেষ্ঠ নারী উদ্যোক্তা ( ১ম রানার্স আপ) হিসেবে পুরস্কার গ্রহণ করেন নুরজাহান বেগম এবং এসময় উপস্থিত ছিলেন ইপসার প্রধান নির্বাহী মো: আরিফুর রহমান, শ্রেষ্ঠ তরুণ উদ্যোক্তা (২য় রানার্স আপ) হিসেবে পুরস্কার গ্রহণ করেন মো: আকবর হোসেন এবং এসময় উপস্থিত ছিলেন ইপসার পরিচালক মো: মনজুর মোরশেদ চৌধুরী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রোকেয়া আফজাল রহমান, সভাপতি ১৪তম ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার ২০১৯, এন রাজশেকারান, ম্যানেজিং ডিরেক্টর ও কাল্ট্রি অফিসার সিটি বাংলাদেশ, ড. হুমায়রা ইসলাম, নির্বাহী পরিচালক, শক্তি ফাউন্ডেশন, মো: আব্দুল আউয়াল, নির্বাহী পরিচালক, সিডিএফ।