শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ গজের মধ্যে তামাকপন্যের বিক্রয়ের অপরাধে দুই দোকানীকে জরিমানা
তামাকমুক্ত চট্টগ্রাম শহর গড়ার লক্ষ্যে প্রণীত কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। ইপসা আয়োজিত কর্মশালার সিদ্ধান্ত অনুযায়ী গত ২ অক্টোবর নগরীর বাকলিয়া এলাকায় আইন ভঙ্গ করে তামাকপন্যের বিজ্ঞাপন ও শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ গজের মধ্যে তামাকপন্যের বিক্রয়ের অপরাধে দুই দোকানীকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমের ফোকাল পার্সন জনাব আফিয়া আখতার।
গত ২৯ সেপ্টেম্বর তামাকমুক্ত চট্টগ্রাম শহর বিষয়ক প্রচারাভিযানের উদ্বোধনকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র জনাব আ জ ম নাছির উদ্দীন তামাকজাত পন্যেও বিজ্ঞাপন বন্ধ এবং শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ গজের মধ্যে তামাকপন্য বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণারই বাস্তবায়ন শুরু হলো। সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমের ফোকাল পার্সন জনাব আফিয়া আখতারকে এ ধরনের মহতী উদ্যোগ গ্রহণের জন্য ধন্যবাদ জানানো হয় ইপসার পক্ষ থেকে।