অগ্নি নির্বাপণ, উদ্ধার এবং প্রাথমকি চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করেন ৫০ সেচ্ছাসেবক
নগররে ঝুঁকি ও দুর্যোগ মোকাবলোর অংশ হিসেবে বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স র্কতৃক প্রদত্ত অগ্নি নির্বাপণ, উদ্ধার এবং প্রাথমকি চিকিৎসা বিষয়ক প্রশক্ষিণের সনদ বিতরণ অনুষ্ঠান গত ২৭ অক্টোবর, ২০১৯ চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইপসার প্রকল্প কর্মকর্তা মো. আতাউল হাকিমের সঞ্চালনায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর এবং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. মোবারক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থতি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শামসুদ্দোহা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৭ নং পশ্চমি ষোলশহর ওয়ার্ডের প্রশক্ষিণপ্রাপ্ত ৫০ জন সেচ্ছাসেবক উক্ত অনুষ্ঠানে সনদ গ্রহণ করনে। সেভ দ্যা চিলড্রেনের সহযোগিতায় ইপসার প্রয়াস ২ প্রকল্প উক্ত অনুষ্ঠান আয়োজনে সার্বিকভাবে সহায়তা প্রদান করে।
প্রধান অতিথি মো. শামসুদ্দোহা তার বক্তব্যে বলনে, “ভুমকিম্প, পাহাড় ধ্বস, অগ্নকিান্ড, ঘূর্ণিঝড়সহ সব ধরণের দুর্যোগের প্রার্দুভাব রয়েছে বিধায় চট্টগ্রাম অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এই দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় সেচ্ছাসেবক দল অত্যন্ত গুরুত্বর্পূণ ভূমকিা পালন করতে পারে। প্রশক্ষিণপ্রাপ্ত সেচ্ছাসেবক দল তাদের এলাকার বিভিন্ন সচতেনতামূলক র্কাযক্রম গ্রহণ করছে দেখে আমি অত্যন্ত আনান্দিত। সেচ্ছাসেবকদের পাশাপাশি আমাদের সকলরে দুর্যোগের ঝুঁকি মোকাবলোয় নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়া প্রয়োজন।”
উক্ত অনুষ্ঠানরে সভাপতি মো. মোবারক আলী তার বক্তব্যে বলনে, “৭ নং পশ্চমি ষোলশহর ওর্য়াডকে জিরো গার্ভেজ মডলে হিসেবে গোড়ে তোলার জন্য নগর সেচ্ছাসেবক দলসহ সকলরে সহযোগিতা নিয়ে আমরা কাজ করব। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগতিায় নগররে প্রতিটি ওয়ার্ডে এ ধরনরে সেচ্ছাসেবক দল গঠন করা হলে দুর্যোগের ঝুঁকি অনকোংশে কমিয়ে আনা সম্ভব হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থতি ছলিনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ২৬ নং ওর্য়াড কাউন্সলির মো. আবুল হাশমে; ফায়ার সার্ভিসের এর সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুল মান্নান; ১৭, ১৮, ১৯ নং ওর্য়াডরে সংরক্ষতি নারী কাউন্সলির ফারজানা পারভীন;জলো ত্রান, পুর্নবাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উমা খান কাফি; ইপসার ফিন্যান্স ডিরেক্টর পলাশ কুমার চৌধুরী; সেভ দ্যা চিলড্রেনের প্রকল্প ব্যবস্থাপক মো. সায়মন রহমান; ইপসার প্রকল্প সমন্বয়ক মো. শওকত ওসমান সহ ইপসার প্রয়াস ২ প্রকল্পরে সকল কর্মকর্তাগন।