তামাকজাত দ্রব্যে সুনির্দিষ্ট কর আরোপঃ স্বাস্থ্য খাতে অর্থ যোগানে অন্যতম উপায় – ফেসবুক লাইভ
গত ১৪ জুন ২০২০, রবিবার, সন্ধ্যা ৭.০০ টায় বাংলাদেশ তামাক বিরোধী জোট ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট আয়োজন করেছে “তামাকজাত দ্রব্যে সুনির্দিষ্ট কর আরোপঃ স্বাস্থ্য খাতে অর্থ যোগানে অন্যতম উপায়” শীর্ষক ফেসবুক লাইভ অনুষ্ঠান। আলোচনায় যুক্ত হয়েছেন ইপসা’র প্রধান নির্বাহী মো: আরিফুর রহমান; মোজফফর হোসেন পল্টু, খ্যাতিমান রাজনীতিবীদ, সাবেক সংসদ ও প্রেসিডেন্ট জাতীয় যক্ষা নিরোধ সমিতি – নাটাব; অধ্যাপক ড. রুমানা হক, ফোকাল পারসন, তামাক কর প্রকল্প, ব্যুরো অফ ইকোনোমিক রিসার্চ; ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, সংসদ সদস্য, গাইবান্ধা-১ ও প্রেসিডেন্ট, টোবাকো কন্ট্রোল রিসার্চ সেল (টিসিআরসি); সৈয়দ মাহবুবুল আলম, কারিগরী পরামর্শক, দি ইউনিয়ন । অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন শারমিন আক্তার রিমি, প্রোজেক্ট অফিসার, ওয়ার্ক ফর এ ব্যাটার বাংলাদেশ ট্রাস্ট।