Skip to main content
ইপসা জাতিসংঘের ”ইকোনোমিক এন্ড সোস্যাল কাউন্সিল” এর স্পেশাল কন্সালটেটিভ স্টাটাস প্রাপ্ত একটি সংগঠন

নিরাপদ সড়ক চাই এর ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ইপসা  ও নিরাপদ সড়ক চাই (নিসচা)’র যৌথ উদ্যোগে গত ১ ডিসেম্বর নিরাপদ সড়ক চাই এর ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে কাউখালী উপজেলায় মাস্ক বিতরণ ও মাল্টিমিডিয়ার মাধ্যমে নিরাপদ সড়ক ও করোনা ১৯ ভাইরাসের সচেতনতা প্রদর্শন করা হয়। কাউখালী থানা অফিসার ইনচার্জ ও নিসচার কাউখালী শাখার সভাপতি জনাব মোঃ আফসার ,সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন ও ইপসা প্রতিনিধি  মোঃ এনায়েত হোসেন শান্ত অনুষ্ঠানে  উপস্থিতিত ছিলেন।  উক্ত অনুষ্ঠানে সার্বিক সহযোগীতা করেন কাউখালী থানার পুলিশ সদস্যবৃন্দ।

A police men helping elderly to wear mask

Campaign

Mask distribution

Video show on the street