পর্যটন বিকাশে নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়ন জরুরি–সীতাকুণ্ড ইউএনও মিল্টন রায়
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় বলেছেন, সীতাকুণ্ড ও মিরসরাইয়ে পর্যটন বিকাশে ইপসা ইকোট্যুরিজম প্রজেক্টের কার্যক্রম দেশ-বিদেশে সুনাম বৃদ্ধি করছে। অবকাঠামো উন্নয়ন ও নিরাপত্তা দেওয়া গেলে এ অঞ্চলে অর্থনৈতিক উন্নয়নের চাকা আরোও সমৃদ্ধশালী হবে। ১৭ নভেম্বর মঙ্গলবার সীতাকুণ্ড উপজেলা পরিষদ মিলনায়তনে ইপসা আয়োজিত প্রজেক্ট শেয়ারিং মিটিংয়ে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইপসা এরিয়া ম্যানেজার দিদারুল ইসলাম। প্রজেক্ট উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী ইমাম উদ্দিন খান।
প্রকল্প কর্মকর্তা হাকিম মোল্লা ও সৈকত চন্দ্রপালের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মুরাদপুর ইউপি চেয়ারম্যান জাহেদ হোসেন নিজামী, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ আলম, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী।
আরোও বক্তব্য রাখেন, সহস্রধারা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির স্থপতি ২ নং সদস্য বীর মুক্তিযোদ্ধা মো: রফিক উদ্দিন রেডিও সাগরিগির সিনিয়র অনুষ্ঠান প্রযোজক সঞ্জয় চৌধুরী, গুলিয়াখালী দোকান মালিক সমিতির সভাপতি মফিজুর রহমান, স্থানীয় ট্যুর অপারেটর মোঃ সোহেল, মোঃ আসিফ, মোঃ হুমায়ুন প্রমুখ।