ইপসা’র ‘আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২২’ উদযাপন
“দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব” – এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সারাদেশে পালিত হয়েছে ‘আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২২’। স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা ০৯ ই ডিসেম্বর শুক্রবার ২০২২ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২২’ উপলক্ষ্যে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় বাংলাদেশ সরকারের দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত মানব বন্ধন ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন। দিবসের মানব বন্ধন ও আলোচনা সভায় ইপসা’র কর্মকর্তা ও কর্মীরা অংশগ্রহণ করে সরকারের কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করেন এবং একাত্বতা পোষন করেন।