মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি’র উদ্যোগে চট্টগ্রামে মতবিনিময় সভা
মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি’র উদ্যোগে চট্টগ্রাম অঞ্চলের ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীগণের সাথে মতবিনিময় সভা ২ অক্টোবর, ২০২১ চট্টগ্রাম সার্কিট হাউজে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে অথরিটি এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মহোদয় জনাব মোঃ ফসিউল্লাহ্ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার জনাব মোঃ কামরুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিসি জনাব আ.স.ম. জামশেদ খোন্দকার, এমআরএ এর পরিচালক জনাব মোহাম্মদ মাজেদুল হক ও মোঃ নূরে আলম মেহেদী। অথরিটি উপপরিচালক জনাব মোহাম্মদ আবদুল মান্নান, মুহাম্মাদ শাহজালাল সহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিতি ছিলেন। মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন উপপরিচালক জনাব মোহাম্মদ আবদুল মান্নান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন এমআরএ এর পরিচালক জনাব মোহাম্মদ মাজেদুল হক ও সেক্টরের হাল নাগাদ তথ্য পাওয়ার পয়েন্ট ও ডকুমেন্টরী উপস্থাপন করেন এমআরএ এর পরিচালক জনাব মোঃ নূরে আলম মেহেদী।
চট্টগ্রাম অঞ্চলের সনদ প্রাপ্ত প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীগণ বক্তব্যে সরকার ও এমআরএ এর বিভিন্ন কার্যক্রম বিষয়ে মতামত প্রদান করেন।
প্রধান অতিথি বক্তব্যে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। এসকল কার্যক্রম দৃশ্যমান প্রচার ও স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ বৃদ্ধির বিষয়ে পরামর্শ প্রদান করেন। ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের আইনগত স্বীকৃতি সরকারের বিশেষ উদ্যোগ বলে মনে করেন।
সভাপতি মহোদয় বক্তব্যে জাতির পিতার সোনার বাংলা বির্নিমানে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান সরকারের সহযোগী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মর্মে উল্লেখ করেন । কোভিড-১৯ এর প্রভাব মোকাবিলায় সনদ প্রাপ্ত প্রতিষ্ঠানের ভুমিকার প্রসংশা করেন।