ইপসা’র উদ্যোগে সিলেটে ত্রাণ বিতরণ কার্যক্রম
উন্নয়ন সংগঠন ইয়ং পাওয়ার ইন সোশাল একশন (ইপসা) এর উদ্যোগে সিলেট নগরীর কালীঘাট সদর, দক্ষিন সূরমা, বার্থখলা, শিববাড়ি ও মোমিনখলা এলাকায় বিভিন্ন ধরনের এান সামগ্রী, পানি বিশুদ্ধকরন ট্যাবলেট ও ওরস্যালাইন বিতরন করা হয়। এতে ইপসার পক্ষে মোঃ আব্দুল আাহাদ, আবুল কালাম আজাদ ও মোঃ ইনু মিয়া উপস্থিত ছিলেন। ইপসা’র এই মানবিক সহায়তা কার্যক্রম নিয়মিত চলবে বলে উপস্থিত কর্মকর্তাগন জানান।