Skip to main content
ইপসা জাতিসংঘের ”ইকোনোমিক এন্ড সোস্যাল কাউন্সিল” এর স্পেশাল কন্সালটেটিভ স্টাটাস প্রাপ্ত একটি সংগঠন

সীতাকুণ্ডে মাধ্যমিক স্কুল ভিক্তিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা সম্পন্ন

ইপসার আয়োজনে এবং পিকেএসএফ এর সহযোগিতায় সীতাকুন্ডে ইপসা মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রে ইপসা সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় মাধ্যমিক স্কুল ভিক্তিক বিভিন্ন প্রতিযোগীতা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত রবিবার সকাল ৯টায় থেকে শুরু হয়ে বিকাল ৫টায় পর্যন্ত বিভিন্ন প্রতিযোগীতা যেমনঃ চিত্রাংকন, কুইজ, উপস্থিত বত্তৃতা, কবিতা আবৃত্তি, দেশাত্ববোধক গান ও লোকজ গানের প্রতিযোগীতা চলে। এই প্রতিযোগীতা মোট ১২ টি স্কুলের প্রায় দুই শতাদিক ছাত্র ছাত্রী অংশগ্রহন করে।

এর পর পর চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ.ম.ম দিলসাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরনী অনুষ্ঠান আয়োজন করা হয়।সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল হোসেন নিজামী (বাবু)।উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, নিবার্হী সদস্য এম.সেকান্দর হোসাইন, সাধারন সম্পাদক লিটন কুমার চৌধুরী, সাদেক মোস্তান (রাঃ) উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবু জাপর মো: সাদকে,ইপসা সাধারন সদস্য আনিছুল হক,ইপসা এরিয়া ম্যানেজার দিদারুল আলম, শিউলি রানী প্রমুখ।

পুরষ্কার বিতরনী অনুষ্ঠান সঞ্চালনা করেন রেডিও সাগর গিরি সিনিয়র প্রযোজক সঞ্জয় চৌধুরী ।

Guest