Skip to main content
ইপসা জাতিসংঘের ”ইকোনোমিক এন্ড সোস্যাল কাউন্সিল” এর স্পেশাল কন্সালটেটিভ স্টাটাস প্রাপ্ত একটি সংগঠন

কাউখালি উপজেলায় করোনা মহামারীর প্রেক্ষিতে আয় রোজগারহীন পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

স্থায়িত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা গত ৬ মে ২০২০ তারিখে রাঙ্গামাটি জেলার  কাউখালি উপজেলায় করোনা মহামারীর প্রেক্ষিতে আয় রোজগারহীন হয়ে পড়া বেশকিছু হতদরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে।ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো ১০ কেজি চাউল,২ কেজি আলু,১ কেজি সয়াবিন তেল,১ কেজি চনাবুট,১ কেজি মশারী ডাল ও ১ কেজি পিঁয়াজ। ইপসার ষ্টাফ মোহাম্মদ মনির হোসেনের তত্ত্বাবধানে সামাজিক দুরত্ব বজায় রেখে সংশ্লিষ্ট ঘরে ঘরে ত্রাণগুলো পৌঁছে দেয়া হয়।