Skip to main content
ইপসা জাতিসংঘের ”ইকোনোমিক এন্ড সোস্যাল কাউন্সিল” এর স্পেশাল কন্সালটেটিভ স্টাটাস প্রাপ্ত একটি সংগঠন

কমিউনিটি রেডিও সাগর গিরি এফ এম প্রচারিত অনুষ্ঠানে অংশ্রগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার

সীতাকুন্ডে কমিউনিটি রেডিও সাগর গিরি এফ এম ৯৯.২ এ প্রচারিত হয় প্রাথমিক শিক্ষার মান নিয়ে বিশেষ অনুষ্ঠান ”আলোর পাখিরা”। ২৮শে নভেম্বর বৃহষ্পতিবার বিকাল ৫টায় সাগর গিরি’র ষ্টুডিওতে এসে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় এবং উপজেলা শিক্ষা অফিসার নুরচ্ছাপা।

উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় সরাসরি সাক্ষাৎকারে বলেন বর্তমান সরকার প্রাথমিক শিক্ষা নিয়ে খবুই আন্তরিক তা আমরা দেখতে পাচ্ছি। সরকার প্রাথমিক শিক্ষাকে শতভাগ মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রথমে ৩৬ হাজার প্রাথমিক বিদ্যালয়কে সরকারীকরণ করে পরে আরো ২৬হাজার প্রাথমিক বিদ্যালয়ে সরকারীকরণ করা হয়। আগামীতে একটা শিশু যেন ঝড়ে না পড়ে তাই আমরা মা সমাবেশ করছি,অভিবাবক সমাবেশ করছি।

এসময় উপস্থিত ছিলেন সাগর গিরি’র সিনিয়র প্রযোজক সঞ্জয় চৌধুরী, অনুষ্ঠান প্রযোজক মোহচ্ছেনা আক্তার মিনা, সহঅনুষ্ঠান প্রযোজক সাহেদ উদ্দিন।