Skip to main content
ইপসা জাতিসংঘের ”ইকোনোমিক এন্ড সোস্যাল কাউন্সিল” এর স্পেশাল কন্সালটেটিভ স্টাটাস প্রাপ্ত একটি সংগঠন

রাঙ্গামাটিতে করোনাভাইরাস জনিত কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ৪৮টি পরিবারের মাঝে খাদ্য সমগ্রী বিতরণ

ইপসা’র সহযোগিতায় এবং “নিরাপদ সড়ক চাই” কাউখালী শাখা’র উদ্যোগে করোনা ভাইরাস জনিত কারণে রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ৪৮টি পরিবারের মাঝে খাদ্য সমগ্রী বিতরণ করা হয়, বিতরণ কার্যক্রম উদ্ভোধন করেন কাউখালি থানার অফিসার ইনর্চাজ মোঃ শহিদুল ইসলাম, এইসময় উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবি অফিসার বেলাল উদ্দীন, ইপসার কাউখালী শাখার সামাজ উন্নয়ন কর্মকর্তা বিকাশ খীসা, নিরাপদ সড়ক চাই আন্দোলনের উপদেষ্টা মাহাবুবুল হক, সহ-আহবায়ক মোঃ আফসার, সদস্য সচিব মোঃ মনির হোসেন  ও যুগ্ন আহব্বায়ক মোঃ হারুন অর রশিদ, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ সহ সংগঠনের নেতৃবৃন্দ।

উদ্ভোধনকালীন কাউখালি থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম বলেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের এই সহযোগিতা বর্তমান প্রেক্ষাপটে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য অনেক বড় প্রাপ্তি।দেশের বৃহত্তর স্বার্থে মানুষকে ঘরে থাকতে হচ্ছে।কিন্তু আয় উপার্জনহীন মানুষের জন্য সৃজনশীল মানুষ মানবিক হাত না বাড়ালে করোনা পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব না।তিনি মহতি উদ্যোগে সহায়তা করার জন্য ইপসার প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সামাজিক দূরত্বের বিষয়টি মাথায় রেখে উদ্যোক্তাগণ ৫/৬ জনের হাতে ত্রাণসামগ্রী তুলে দিয়ে কর্মসূচি উদ্ভোধন করেন।পরে ঘরে ঘরে ত্রাণসামগ্রী পৌঁছে দেয়া হয়। উল্লেখ্য যে স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা এই কার্যক্রমে আর্থিক সহায়তা প্রদান করে।