Is the “International Day of Persons with Disabilities” only limited to celebration?
How much responsible the government is and how much responsible all the citizens are for improving the lives of people with disabilities and protecting their rights?
In the DBC News live program, Chief Executive of YPSA Md. Arifur Rahman joined from Chittagong; Deputy Director of Social Services Md. Rashidul Kabir joint from Rajshahi and Headmaster of Autism and Disabled School Habibur Rahman (PWD) joint from Netrokona.
The program titled “The Map : Sustainable and prosperous society for all” was broadcast live on December 3, 2017 on the International Day of Persons with Disabilities.
আন্তর্জাতিক প্রতিবন্ধি দিবস কি শুধু উদযাপনের মধ্যে সীমাবদ্ধ?
প্রতিবন্ধি মানুষের জীবনমান উন্নয়ন এবং তাদের অধিকার রক্ষায় কতটা দায়িত্ব সরকারের আর কতটা দায় সবার?
ডিবিসি নিউজের সাথে সরাসরি যোগ দিয়েছেন চট্টগ্রাম থেকে জনাব মো: আরিফুর রহমান, প্রধান নির্বাহী, ইপসা; রাজশাহী থেকে সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো: রাশেদুল কবির এবং নেত্রকোনা থেকে অটিজম ও প্রতিবন্ধি স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমান (প্রতিবন্ধি)।
ডিবিসি নিউজ “মানচিত্র : সবার জন্য টেকসই ও সমৃদ্ধ সমাজ” অনুষ্ঠানটি লাইভ সম্প্রচার করেছিল গত ৩ ডিসেম্বর ২০১৭ আন্তর্জাতিক প্রতিবন্ধি দিবসে।