দরপত্র আহবান
স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা কর্তৃক উখিয়া এবং টেকনাফ উপজেলা এলাকায় বাস্তবায়িত এবং Save the Children এর সহায়তায় পরিচালিত “YPSA- BGD AHP Rohingya Response Phase-4 (2023-2025), BGD DANIDA SPA(2023-2025) Lot Hum and BGD NRK Telethon- Protecting Children in War and Conflict (2023-2027) Under the “Education in Emergency (EiE)” প্রকল্পের আওতায় লার্নিং সেন্টার নির্মাণ, খাদ্যসামগ্রী (শুকনা খাবার), খাদ্য সামগ্রী (দুপুরের খাবার), স্টেশনারী সামগ্রী সরবরাহ করার নিমিত্তে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের কাছ থেকে দরপত্র আহŸান করা যাচ্ছে।
নিচের লিংক হতে সিডিউল, প্রতিষ্ঠানের বিবরণী ফরম, স্পেসিফিকেশনস ডাউনলোড করে প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে টীম লিডার প্রকিউরমেন্ট কমিটি, ইপসা বরাবরে আবেদন পত্র, ডাউনলোডকৃত সিডিউল, প্রতিষ্ঠানের বিবরণী ফরম, মালিকের এনআইডি কপি, প্রতিষ্ঠানের নামে ব্যাংক হিসাব এর হালনাগাদ স্টেটমেন্ট এবং প্রতিষ্ঠানের আপডেটেড সকল লিগ্যাল ডকুমেন্টস সংযুক্ত করে আগামী ১৩/০৭/২০২৫ ইং তারিখ বিকাল ৩.০০ ঘটিকার মধ্যে ইপসা প্রধান কার্যালয়, বাড়ী# এফ ১০ (পি), রোড-১৩, ব্লক#বি, চান্দগাঁও আ/এ. চট্টগ্রাম-৪২১২ এ ঠিকানায় নীচ তলায় এডমিন রুমে রক্ষিত টেন্ডার বক্সে সরাসরি/ডাক যোগে পৌঁছাতে হবে।
বি দ্র ঃ- লার্নিং সেন্টার নির্মাণ দরপত্র আগামী ১৪/০৭/২০২৫ ইং তারিখ বিকাল ৩:০০ ঘটিকা পর্যন্ত জমা দেয়া যাবে।
আগ্রহী এবং প্রকৃত ঠকিাদার/র্ফাম/কোম্পানগিুলকিে নম্নিলখিতি লঙ্কিরে মাধ্যমে দরপত্র সংগ্রহ করার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছ:
দরপত্র সংগ্রহের তারিখ | দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ |
৪ঠা জুলাই, ২০২৫ইং থেকে ১৩ই জুলাই, ২০২৫ইং | ১৩ই জুলাই, ২০২৫ইং, বিকাল ৩ ঘটিকা |
বি দ্র ঃ- লার্নিং সেন্টার নির্মাণ দরপত্র আগামী ১৪/০৭/২০২৫ ইং তারিখ বিকাল ৩:০০ ঘটিকা পর্যন্ত জমা দেয়া যাবে।
DOWNLOAD
Tender Schedule for Lunch items (ZIP)
Tender Schedule for snacks items (ZIP)
Tender Schedule for Stationery items (ZIP)
Tender Schedule for Construction (ZIP)
* আবদেনপত্রে খামরে উপর উল্লখেতি সংশ্লষ্টি টন্ডোর রফোরন্সে নং উল্লখে করতে হব।
* জরুরী/প্রাসঙ্গকি যে কোনো তথ্য জানার জন্য ফোন নং ০২৩৩৪৪৭০৯৯৬/ ০১৬০০৩০৫৪৫১ (শুক্রবার ও শনবিার ছুটরি দনি
ব্যতীত) সকাল ১০.০০ টা হতে বকিাল ৩.০০ টা র্পযন্ত যোগাযোগ করা যাব।ে
প্রকউিরমন্টে কমটিি ,
ইপসা