দরপত্র আহবান
স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা (www.ypsa.org) চট্টগ্রাম এবং কক্সবাজার জেলায় বাস্তবায়িত এবং PKSF এর সহায়তায় পরিচালিত “YPSA-RAISE Project” প্রকল্পের জন্য দুপুরের খাবার্ এবং নাস্তা সংশ্লিষ্ট আগ্রহী ও প্রকৃত অভিজ্ঞতাসম্পন্ন সরবরাহকরী প্রতিষ্ঠানের নিকট থেকে ক্রয় করা হবে।
নিচে পদত্ত লিংক হতে টেন্ডার সিডিউল ডাউনলোড করে প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে এবং শিডিউলের সাথে সংযুক্ত (এ্যানেক্সার-১) ফরমে আবেদনকারী প্রতিষ্ঠানের তথ্য পূরন পূর্বক আবেদন পত্র আগামী ২০/০২/২০২৫ ইং তারিখ বিকাল ৩;০০ ঘটিকার মধ্যে ইপসা প্রধান কার্যালয় , বাড়ী #এফ-১০(পি), রোড়# ১৩, ব্লক #বি, চান্দগাঁও আ/এ , চট্টগ্রাম-৪২১২; ঠিকানায় অফিস চলাকালীন সময়ে ( শুক্র, শনিবার এবং সরকারী ছুটির দিন ব্যতীত অন্যান্য দিন সকাল ৯.০০ হতে বিকাল ৫.০০টা) সরাসরি/ডাক যোগে পৌঁছাতে হবে।
* আবেদনপত্রে খামের উপর টেন্ডারের বিষয়বস্তু এবং সংশ্লিষ্ট টেন্ডার রেফারেন্স নং উল্লেখ করতে হবে।
* জরুরী/প্রাসঙ্গিক যে কোনো তথ্য জানার জন্য ফোন নং ০২৩৩৪৪৭০৯৯৬/ ০১৬০০৩০৫৪৫১ (শুক্রবার ও শনিবার ছুটির দিন ব্যতীত) সকাল ১০.০০ টা হতে বিকাল ৩.০০ টা পর্যন্ত যোগাযোগ করা যাবে।
Download Tender Schedule
প্রকিউরমেন্ট কমিটি ,
ইপসা
রিকুয়েস্ট ফর কোটেশন
স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা (www.ypsa.org) বাস্তবায়িত “PKSF” এর সহায়তায় পরিচালিত “YPSA-RAISE Project” প্রকল্পের জন্য স্টেশনারি সামগ্রী সংশ্লিষ্ট আগ্রহী ও প্রকৃত অভিজ্ঞতাসম্পন্ন সরবরাহকরী প্রতিষ্ঠানের নিকট থেকে ক্রয় করা হবে।
নিচে পদত্ত লিংক হতে আর এফ কিউ (RFQ) ডাউনলোড করে প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে কোটেশন লিখে এবং আর এফ কিউ ফরম রিসিভ করে আবেদন পত্র আগামী ১০/০২/২০২৫ ইং তারিখ বিকাল ৫;০০ ঘটিকার মধ্যে ইপসা প্রধান কার্যালয় , বাড়ী #এফ-১০(পি), রোড়# ১৩, ব্লক #বি, চান্দগাঁও আ/এ , চট্টগ্রাম-৪২১২; ঠিকানায় অফিস চলাকালীন সময়ে ( শুক্র, শনিবার এবং সরকারী ছুটির দিন ব্যতীত অন্যান্য দিন সকাল ৯.০০ হতে বিকাল ৫.০০টা) সরাসরি/ডাক যোগে পৌঁছাতে হবে অথবা ypsaprocurement.org@gmail.com ইমেইল এ প্রেরন করতে হবে।
* আবেদনপত্রে খামের উপর কোটেশনের বিষয়বস্তু এবং সংশ্লিষ্ট কোটেশন রেফারেন্স নং উল্লেখ করতে হবে।
* জরুরী/প্রাসঙ্গিক যে কোনো তথ্য জানার জন্য ফোন নং ০২৩৩৪৪৭০৯৯৬/ ০১৬০০৩০৫৪৫১ (শুক্রবার ও শনিবার ছুটির দিন ব্যতীত) সকাল ১০.০০ টা হতে বিকাল ৩.০০ টা পর্যন্ত যোগাযোগ করা যাবে।
Download RFQ
প্রকিউরমেন্ট কমিটি ,
ইপসা
Request For Quotation 2
Young Power in Social Action (YPSA) is an organization for sustainable development implementing a project titled, “Prevention and Response Activities Implementation on Counter Trafficking Issues” supported by International Organization for Migration (lOM). Companies based in Ukhiya, Cox’s Bazar are hereby requested to submit quotations.