দরপত্র আহবান
স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা (www.ypsa.org) কর্তৃক টেকনাফ উপজেলায় বাস্তবায়নাধীন Plan International এর কারিগরী সহায়তায় পরিচালিত “Youth from Host Communities and Rohingya Camps in Cox’s Bazar as Agents of Change” প্রকল্পের জন্য শিক্ষার্থীদের শিক্ষা উপকরন সরবরাহের দরপত্র আহবান করা যাচ্ছে।
নিচে পদত্ত লিংক হতে হতে টেন্ডার সিডিউল, নির্দিষ্ট ফরমে আবেদনকারী প্রতিষ্ঠানের বিবরণী ফরম সম্বলিত সিডিউল ডাউনলোড করে প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে টীম লিডার, প্রকিউরমেন্ট কমিটি, ইপসা বরাবরে আবেদন পত্র, ডাউনলোডকৃত সিডিউল, প্রতিষ্ঠানের বিবরণী ফরম, প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর এনআইডি কপি, প্রতিষ্ঠানের নামে ব্যাংক হিসেবের বিগত ০৬ (ছয়) মাসের স্টেটমেন্ট এবং প্রতিষ্ঠানের আপডেটেড সকল লিগ্যাল ডকুমেন্টস (আয়কর রিটার্ণ দাখিলের স্বীকৃতিপত্র সহ) সংযুক্ত করে ইপসা প্রধান কার্যালয়, বাড়ী# এফ ১০ (পি), রোড-১৩, ব্লক#বি, চান্দগাঁও আ/এ, চট্টগ্রাম-৪২১২, ঠিকানায় নীচ তলায় এডমিন রুমে রক্ষিত টেন্ডার বক্সে সরাসরি/ডাক যোগে পৌঁছাতে হবে।
একইদিন বিকাল ৩:০০ ঘটিকায় প্রকিউরমেন্ট কমিটি’র উপস্থিতিতে দরপত্রসমূহ খোলা হবে। পরবর্তীতে প্রকিউরমেন্ট কমিটি জমাকৃত টেন্ডার ও প্রয়োজনীয় ডকুমেন্ট সমূহ যাচাই বাছাই পূর্বক যোগ্য প্রতিষ্ঠানকে কার্যাদেশ প্রদান ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য যোগাযোগ করবে।
টেন্ডার রেফারেন্স | পণ্য/সেবার বিবরণ | আবেদনের সময়সীমা |
---|---|---|
YPSA/ Tender-13/1794/2023 | শিক্ষা উপকরণ (শিডিউল এ বর্ণিত আইটেম) |
২৭/০৯/২০২৩ ইং (বিকাল ২:৩০টা পর্যন্ত) |
Download Tender Schedule and other documents
File type: ZIP
বিঃ দ্রঃ
* আবেদনপত্রে খামের উপর ছকে উল্লেখিত সংশ্লিষ্ট টেন্ডার রেফারেন্স এবং বিষয় উল্লেখ করতে হবে।
* ইপসা কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতীত যে কোন দরপত্র গ্রহণ, বাতিল বা সম্পূর্ণ প্রক্রিয়াটি বাতিল এবং পুন:দরপত্র আহবান করার ক্ষমতা সংরক্ষণ করে।
* জরুরী/প্রাসঙ্গিক তথ্য জানার জন্য ফোন নম্বর: ০২৩৩ ৪৪৭০৯৯৬ (শুক্রবার ও শনিবার ব্যতীত) সকাল ১০ টা হতে বিকাল ৩ টা পর্যন্ত যোগাযোগ করা যাবে।