Tender Notice

দরপত্র আহবান

স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা (www.ypsa.org) কর্তৃক কক্সবাজার ও টেকনাফ উপজেলায় বাস্তবায়িত এবং International Organization for Migration (IOM) এর সহায়তায় পরিচালিত Prevention and Response Activities Implementation on Counter Trafficking Issues প্রকল্পের জন্য খাদ্যসামগ্রী (দুপুরের লাঞ্চ, সকাল/বিকালের নাস্তা, বিস্কুট, তরল দুধ সামগ্রী) সংশ্লিষ্ট আগ্রহী ও প্রকৃত অভিজ্ঞতাসম্পন্ন সরবরাহকরী প্রতিষ্ঠানের নিকট থেকে ক্রয় করা হবে।

নিম্মোক্ত লিংক হতে টেন্ডার সিডিউল ডাউনলোড করে প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে এবং শিডিউলের সাথে সংযুক্ত (এ্যানেক্সার-১) ফরমে আবেদনকারী প্রতিষ্ঠানের তথ্য পূরন পূর্বক আবেদন পত্র আগামী ১২/১২/২০২৪ ইং তারিখ  বিকাল ২:৩০ ঘটিকার মধ্যে ইপসা প্রধান কার্যালয় , বাড়ী #এফ-১০(পি), রোড়# ১৩, ব্লক   #বি, চান্দগাঁও আ/এ , চট্টগ্রাম-৪২১২;  ঠিকানায় অফিস চলাকালীন সময়ে ( শুক্র, শনিবার এবং সরকারী ছুটির দিন ব্যতীত অন্যান্য দিন সকাল ৯.০০ হতে বিকাল ৫.০০টা) সরাসরি/ডাক যোগে পৌঁছাতে হবে।

* আবেদনপত্রে খামের উপর উল্লেখিত সংশ্লিষ্ট টেন্ডার রেফারেন্স নং উল্লেখ করতে হবে।

* জরুরী/প্রাসঙ্গিক যে কোনো তথ্য জানার জন্য ফোন নং ০২৩৩৪৪৭০৯৯৬/ ০১৭৭০১৩৬৮৭৭ (শুক্রবার ও শনিবার ছুটির দিন ব্যতীত) সকাল ১০.০০ টা হতে বিকাল ৩.০০ টা পর্যন্ত যোগাযোগ করা যাবে।

প্রকিউরমেন্ট কমিটি ,

ইপসা

Download Tender Schedule 1

Download Tender Schedule 2