Tender Notice

ফ্রেমওয়ার্ক চুক্তির আওতায় পণ্য ও সেবা সরবরাহের জন্য উন্মুক্ত দরপত্র আহ্বান (সংশোধিত সময়সীমা)

স্থায়িত্বশীল উন্নয়নের জন্য সংগঠন  ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) <(www.ypsa.org)> বৃহত্তর চট্টগ্রাম বিভাগ, পার্বত্য চট্টগ্রাম এবং দেশের বিভিন্ন এলাকায় আর্থসামাজিক উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। ’জানুয়ারী ২০২৬ হতে ডিসেম্বর ২০২৬ ইং পর্যন্ত সম্ভাব্য (১ বছর) সময়ের জন্য বিভিন্ন পণ্য এবং সেবা সরবরাহকারী প্রতিষ্ঠানকে ফ্রেম্ওয়ার্ক চুক্তির আওতায় পণ্য ও সেবা সরবরাহের জন্য চুক্তিভুক্ত করা হবে।

আগ্রহী সরবরাহকারী প্রতিষ্ঠান/কর্তৃপক্ষকে নিচে পদত্ত লিংক  হতে নির্দিষ্ট ফরমে নির্দেশিত প্রয়োজনীয় ডকুমেন্টসমূহ সংযুক্ত করে সংশোধিত তারিখ অনুযায়ী আগামী ৩১/১২/২০২৫ ইং তারিখ বিকাল ৫:০০ ঘটিকার মধ্যে  প্রকিউরমেন্ট কমিটি, বরাবরে ইপসা প্রধান কার্যালয়, বাড়ী # এফ ১০ (পি), রোড-১৩, ব্লক # বি, চান্দগাঁও আ/এ, চট্টগ্রাম-৪২১২, অথবা ৩২৫, আয়েশা ভিলা, সায়মন রোড, নাজির হোসেনের নতুন বিল্ডিং, বাহারছড়া, কক্সবাজার ঠিকানায় নীচ তলায় এডমিন বিভাগে সরাসরি/ডাক যোগে/কুরিয়ারে পৌঁছাতে হবে। 

Download

  1. Download Framework Tender Schedule for Training Venue, Food, Accommodation
  2. Download Framework Schedule for Food, Lunch & Snacks
  3. Download Framework Schedule for Dry Food
  4. Download Framework Schedule for Stationary 
  5. Download Framework Schedule for Vehicle Hire 
  6. Download Framework Schedule for General Office Supply

জরুরী/প্রাসঙ্গিক তথ্য জানার জন্য ফোন নম্বর:  ০১৮৫০৬১৪৩৩৮/০১৭৭০১৩৬৮৭৭ (শুক্রবার, শনিবার ও সরকারী ছুটির দিন ব্যতীত) সকাল ১০ টা হতে বিকাল ৩ টা পর্যন্ত যোগাযোগ করা যাবে।

বি: দ্রঃ আবেদনের সময়সীমা (সংশোধিত) : ৩১ ডিসেম্বর ২০২৫ ইং বিকাল ৫.০০ টা পর্যন্ত।  

প্রকিউরমেন্ট কমিটি, ইপসা ।

 


“শীপ ব্রেকিং ইয়ার্ড সেইফটি ট্রেনিং” বিষয়ে প্রশিক্ষক নিয়োগের দরপত্র আহ্বান

স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) কর্তৃক বাস্তবায়িত  Marshal Foundation এর অর্থায়নে পরিচালিত “Safety Enhancement to Deal with Hazardous Jobs for Vulnerable Workers in the Coastal Belt of Sitakund, Chattogram, Bangladesh” প্রকল্পে আ্ওতায় সংশ্লিষ্ট জাহাজ ভাঙা শিল্পে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শ্রমিকদের জন্য “Trainer Recruitment for Shipbreaking Yard Safety Trainings ” বিষয়ে প্রশিক্ষণ প্রদানের জন্য প্রশিক্ষক প্রয়োজন।

আগ্রহী সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তি নীচে সংযুক্ত ToR ডাউনলোড করে প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে কোটেশন প্রস্তুত করে এবং  সংযুক্ত ToR (সাইন এবং সীল সহকারে) রিসিভ করে, Company profile/CV of trainers, আয়কর  রিটার্ন দাখিলের প্রমানপত্র, সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা ও প্রয়োজনীয় অন্যান্য ডকুমেন্টসহ আবেদন পত্র আগামী ১৫/১২/২০২৫ ইং তারিখ  বিকাল ৩:০০ ঘটিকার মধ্যে ইপসা প্রধান কার্যালয় , বাড়ী #এফ-১০ (পি), রোড়# ১৩, ব্লক   #বি, চান্দগাঁও আ/এ , চট্টগ্রাম-৪২১২;  ঠিকানায় অফিস চলাকালীন সময়ে ( শুক্র, শনিবার এবং সরকারী ছুটির দিন ব্যতীত অন্যান্য দিন সকাল ৯.০০ হতে বিকাল ৫.০০টা) সরাসরি/ডাক যোগে পৌঁছাতে হবে অথবা ypsaprocurement.org@gmail.com ইমেইলে আবেদনপত্র প্রয়োজনীয় ডকুমেন্ট সহ প্রকিউরমেন্ট কমিটি বরাবরে সাবমিট করতে হবে।

Download ToR

* আবেদনপত্রে খামের উপর কোটেশনের বিষয়বস্তু এবং সংশ্লিষ্ট ToR রেফারেন্স নং উল্লেখ করতে হবে।

* জরুরী/প্রাসঙ্গিক যে কোনো তথ্য জানার জন্য ফোন নং ০১৮১১৩৭২২৩৭ (শুক্রবার ও শনিবার ছুটির দিন ব্যতীত) সকাল ১০.০০ টা হতে বিকাল ৫.০০ টা পর্যন্ত যোগাযোগ করা যাবে।

প্রকি্উরমেন্ট কমিটি,

ইপসা

 


দরপত্র আহবান

স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা কর্তৃক চট্ট্রগ্রাম, সিটি কর্পোরেশন এ বাস্তবায়িত এবং Unilever Bangladesh Ltd. এর সহায়তায় পরিচালিত YPSA Plastic Waste Management Project এর জন্য সেইফটি উপকরণ সামগ্রী সংশ্লিষ্ট আগ্রহী ও প্রকৃত অভিজ্ঞতাসম্পন্ন সরবরাহকারী প্রতিষ্ঠানের নিকট থেকে ক্রয় করা হবে।

নিচে পদত্ত লিংক হতে টেন্ডার সিডিউল ডাউনলোড করে প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে এবং সিডিউল সাথে সংযুক্ত (এ্যানেক্সার-১) ফরমে আবেদনকারী প্রতিষ্ঠানের তথ্য পুরণ পূর্বক আবেদন পত্র আগামী ১৫/১২/২০২৫ ইং তারিখ বিকাল ৩:০০ ঘটিকার মধ্যে ইপসা প্রধান কার্যালয়, বাড়ী #এফ-১০(পি), রোড# ১৩, ব্লক# বি, চান্দগাঁও আ/এ, চট্টগ্রাম-৪২১২ ঠিকানায় অফিস চলাকালীন সময়ে (শুক্রবার ও শনিবার এবং সরকারী ছুটির দিন ব্যতীত অন্যান্য দিন সকাল ৯.০০ টা হতে বিকাল ৫.০০ টা) সরাসরি/ডাক যোগে পৌঁছাতে হবে।

Download Tender Schedule

প্রকিউরমেন্ট কমিটি, ইপসা।

* আবেদনপত্রে খামের উপর উল্লেখিত সংশ্লিষ্ট টেন্ডারের বিষয় এবং রেফারেন্স নং উল্লেখ করতে হবে।
* জরুরী/প্রাসঙ্গিক যে কোনো তথ্য জানার জন্য ফোন নং ০১৬০০৩০৫৪৫১/০২৩৩৪৪৭০৯৯৬ (শুক্রবার ও শনিবার ব্যতীত) সকাল ১০.০০ টা হতে বিকাল ৩.০০ টা পর্যন্ত যোগাযোগ করা যাবে।

 


 

দরপত্র আহ্বান

স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ”ইপসা কর্তৃক কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় বাস্তবায়িত এবং International, Organization for Migration (IOM), এর সহায়তার পরিচালিত Prevention and Response Activities Implementation on Counter Trafficking Issues” প্রকল্পের জন্য পাপেট শো (পুতুল নাচ) প্রর্দশনকারী সংশ্লিষ্ট আগ্রহী ও প্রকৃত অভিজ্ঞতা সম্পন্ন দল/প্রতিষ্ঠানের নিকট থেকে দরপত্র আহবান করা হচ্ছে।

নিচে পদত্ত লিংক হতে কার্যপরিধি (ToR) ডাউনলোড করে প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে এবং কার্যপরিধিতে (ToR) উল্লেখিত আবেদনকারী প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সকল ডকুমেন্টস প্রদান পূর্বক কার্যপরিধিতে (ToR) উল্লেখিত তারিখের মধ্যে সাব-প্রকিউরমেন্ট কমিটি, ইপসা আঞ্চলিক কার্যালয়, কক্সবাজার, ৩২৫ সায়ম”ন রোড, নাজির হোসাইন (নতুন বিল্ডিং), বাহারছাড়া কক্সবাজার বরাবর ঠিকানায় অফিস চলাকালীন সময়ে (শুক্রবার ও শনিবার এবং সরকারী ছুটির দিন ব্যতীত অন্যান্য দিন সকাল ৯.০০ টা হতে বিকাল ৫.০০ টা) সরাসরি/ডাক যোগে অথবা ই-মেইলে (ypsaspccxb@gmail.com) সাব-প্রকিউরমেন্ট কমিটি, ইপসা, কক্সবাজার পৌঁছানোর আহ্বান করা যাচ্ছে। আবেদন পত্রে খামের উপর কার্যপরিধির (ToR) উল্লেখিত সংশ্লিষ্ট কাজের বিষয় এবং রেফারেন্স নং উল্লেখ করতে হবে।

Download ToR for Puppet show

জরুরী/প্রাসঙ্গিক যে কোনো তথ্য জানার জন্য ফোন নং ০১৭১৬-২৮০১৬৮ (শুক্রবার ও শনিবার ব্যতীত) সকাল ১০.০০ টা হতে বিকাল ৩.০০ টা পর্যন্ত যোগাযোগ করা যাবে।