Tender Notice

দরপত্র আহবান

স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা কর্তৃক বাস্তবায়িত অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচি (EDP) বিভাগের জন্য প্রিন্টিং সামগ্রী সরবরাহ করার নিমিত্তে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের কাছ থেকে দরপত্র আহ্বান করা যাচ্ছে।

নিচের লিংক হতে সিডিউল, প্রতিষ্ঠানের বিবরণী ফরম, স্পেসিফিকেশনস ডাউনলোড করে প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে টীম লিডার প্রকিউরমেন্ট কমিটি, ইপসা বরাবরে আবেদন পত্র, ডাউনলোডকৃত সিডিউল, প্রতিষ্ঠানের বিবরণী ফরম, মালিকের এনআইডি কপি, প্রতিষ্ঠানের নামে ব্যাংক হিসাব এর হালনাগাদ স্টেটমেন্ট এবং প্রতিষ্ঠানের আপডেটেড সকল লিগ্যাল ডকুমেন্টস সংযুক্ত করে আগামী ০৫/০৮/২০২৫ ইং তারিখ বিকাল ৩.০০ ঘটিকার মধ্যে ইপসা প্রধান কার্যালয়, বাড়ী# এফ ১০ (পি), রোড-১৩, ব্লক#বি, চান্দগাঁও আ/এ. চট্টগ্রাম-৪২১২ এ ঠিকানায় নীচ তলায় এডমিন রুমে রক্ষিত টেন্ডার বক্সে সরাসরি/ডাক যোগে পৌঁছাতে হবে।

DOWNLOAD

Tender Schedule  (ZIP)

* আবেদনপত্রে খামের উপর উল্লেখিত সংশ্লিষ্ট টেন্ডার রেফারেন্স নং উল্লেখ করতে হবে।

* জরুরী/প্রাসঙ্গিক যে কোনো তথ্য জানার জন্য ফোন নং ০২৩৩৪৪৭১৬৯০/০১৬০০৩০৫৪৫১ (শুক্রবার ও শনিবার ছুটির দিন ব্যতীত) সকাল ১০.০০ টা হতে বিকাল ৫.০০ টা পর্যন্ত যোগাযোগ করা যাবে।

প্রকিউরমেন্ট কমিটি ,
ইপসা