IEC উপকরণ তৈরী কাজের দরপত্র আহ্বান
স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) কর্তৃক বাস্তবায়িত “BRAC” এর সহায়তায় পরিচালিত “SHIKHA” প্রকল্পের জন্য IEC materials তৈরী করা হবে। আগ্রহী সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিচে পদত্ত লিংক হতে Tender form ডাউনলোড করে প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে কোটেশন প্রস্তুত করে এবং সংযুক্ত Tf (সাইন এবং সীল সহকারে) রিসিভ করে, Company profile ,আয়কর রিটার্ন দাখিলের প্রমানপত্র, সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা ও প্রয়োজনীয় অন্যান্য ডকুমেন্টসহ আবেদন পত্র আগামী ১৩/১১/২০২৫ ইং তারিখ বিকাল ৩:০০ ঘটিকার মধ্যে ইপসা প্রধান কার্যালয় , বাড়ী #এফ-১০(পি), রোড়# ১৩, ব্লক #বি, চান্দগাঁও আ/এ , চট্টগ্রাম-৪২১২; ঠিকানায় অফিস চলাকালীন সময়ে ( শুক্র, শনিবার এবং সরকারী ছুটির দিন ব্যতীত অন্যান্য দিন সকাল ৯.০০ হতে বিকাল ৩.০০টা) সরাসরি/ডাক যোগে পৌঁছাতে হবে অথবা ypsaprocurement.org@gmail.com ইমেইল এ প্রেরন করতে হবে।
Download Tender Schedule (Revised)
* আবেদনপত্রে খামের উপর কোটেশনের বিষয়বস্তু এবং সংশ্লিষ্ট TF রেফারেন্স নং উল্লেখ করতে হবে।
* জরুরী/প্রাসঙ্গিক যে কোনো তথ্য জানার জন্য ফোন নং ০১৯৫৫৫৫১৪৯৮/০১৯১৫৩৩১০১৫ (শুক্রবার ও শনিবার ছুটির দিন ব্যতীত) সকাল ১০.০০ টা হতে বিকাল ৫.০০ টা পর্যন্ত যোগাযোগ করা যাবে।
প্রকি্উরমেন্ট কমিটি,
ইপসা
