দরপত্র আহবান
টেকনাফ উপজেলার ইউনিয়ন (সাবরাং ও বাহারছড়া) এবং রোহিঙ্গা ক্যাম্প এবং উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প এ বাস্তবায়িত Plan International Bangladesh এর সহায়তা প্রাপ্ত YPSA-“Life skills education and empowerment programme for adolescent boys, girls and young men and women including their caregivers in Rohingya camps and host communities in Cox’s Bazar, Bangladesh-Champions of Change (CoC) প্রকল্পে আওতায় Snacks সরবরাহ করার নিমিত্তে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের কাছ থেকে দরপত্র আহ্বান করা যাচ্ছে।
নিচের লিংক হতে সিডিউল, প্রতিষ্ঠানের বিবরণী ফরম, স্পেসিফিকেশনস ডাউনলোড করে প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে টীম লিডার প্রকিউরমেন্ট কমিটি, ইপসা বরাবরে আবেদন পত্র, ডাউনলোডকৃত সিডিউল, প্রতিষ্ঠানের বিবরণী ফরম, মালিকের এনআইডি কপি, প্রতিষ্ঠানের নামে ব্যাংক হিসাব এর হালনাগাদ স্টেটমেন্ট এবং প্রতিষ্ঠানের আপডেটেড সকল লিগ্যাল ডকুমেন্টস সংযুক্ত করে আগামী ২০/০৪/২০২৫ ইং তারিখ বিকাল ৩.০০ ঘটিকার মধ্যে ইপসা প্রধান কার্যালয়, বাড়ী# এফ ১০ (পি), রোড-১৩, ব্লক#বি, চান্দগাঁও আ/এ. চট্টগ্রাম-৪২১২ এ ঠিকানায় নীচ তলায় এডমিন রুমে রক্ষিত টেন্ডার বক্সে সরাসরি/ডাক যোগে পৌঁছাতে হবে।
Download Tender schedule and Annexure
* আবেদনপত্রে খামের উপর উল্লেখিত সংশ্লিষ্ট টেন্ডার রেফারেন্স নং উল্লেখ করতে হবে।
* জরুরী/প্রাসঙ্গিক যে কোনো তথ্য জানার জন্য ফোন নং ০২৩৩৪৪৭০৯৯৬/ ০১৬০০৩০৫৪৫১ (শুক্রবার ও শনিবার ছুটির দিন ব্যতীত) সকাল ১০.০০ টা হতে বিকাল ৩.০০ টা পর্যন্ত যোগাযোগ করা যাবে।
প্রকিউরমেন্ট কমিটি ,
ইপসা
Request for Proposal
Development of standard operation procedure (SoP) for VoT centered service approach for law enforcement agencies,
Download ToR