Tender Notice

সরবরাহকারী তালিকাভুক্তির বিজ্ঞপ্তি

স্থায়িত্বশীল উন্নয়নের জন্য সংগঠন  ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা)<(www.ypsa.org)> ১৯৮৫ ইং সাল থেকে বৃহত্তর চট্টগ্রাম বিভাগ, পার্বত্য চট্টগ্রাম এবং দেশের বিভিন্ন এলাকায় আর্থসামাজিক উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। ’জানুয়ারী ২০২৫ হতে ডিসেম্বর  ২০২৬ ইং পর্যন্ত (২ বছর) সময়ের জন্য বিভিন্ন পণ্য এবং সেবা সরবরাহকারী প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করা হবে। আগ্রহী সরবরাহকারী প্রতিষ্ঠান/কর্তৃপক্ষকে নিচে পদত্ত লিংক  হতে নির্দিষ্ট ফরমে নির্দেশিত প্রয়োজনীয় ডকুমেন্টসমূহ সংযুক্ত করে  আগামী ২৮/০১/২০২৫ ইং তারিখ বিকাল ৪:০০ ঘটিকার মধ্যে  প্রকিউরমেন্ট কমিটি, বরাবরে ইপসা প্রধান কার্যালয়, বাড়ী # এফ ১০ (পি), রোড-১৩, ø# বি, চান্দগাঁও আ/এ, চট্টগ্রাম-৪২১২, ঠিকানায় নীচ তলায় এডমিন বিভাগে সরাসরি/ডাক যোগে/কুরিয়ারে পৌঁছাতে হবে।

Download

Annexure -1_ Vendor Registration Form 2025

Annexure -2_ Categories

জরুরী/প্রাসঙ্গিক তথ্য জানার জন্য ফোন নম্বর: ০১৬০০৩০৫৪৫১/ ০২৩৩৪৪৭০৯৯৬ (শুক্রবার, শনিবার ও সরকারী ছুটির দিন ব্যতীত) সকাল ১০ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত যোগাযোগ করা যাবে।

প্রকিউরমেন্ট কমিটি, ইপসা ।


দরপত্র আহবান ১

স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা (www.ypsa.org) টেকনাফ উপজেলায় বাস্তবায়িত এবং Plan International Bangladesh এর সহায়তায় পরিচালিত Youth from Host Communities and Rohingya Camps in Cox’s Bazar as Agents of Change” প্রকল্পের জন্য খাদ্যসামগ্রী (দুপুরের খাবার্ এবং সকালের/বিকালের নাস্তা), শুকনো নাস্তা এবং স্টেশনারি সামগ্রী সংশ্লিষ্ট আগ্রহী ও প্রকৃত অভিজ্ঞতাসম্পন্ন সরবরাহকরী প্রতিষ্ঠানের নিকট থেকে ক্রয় করা হবে।

নিচে পদত্ত লিংক হতে টেন্ডার সিডিউল ডাউনলোড করে প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে এবং শিডিউলের সাথে সংযুক্ত (এ্যানেক্সার-১) ফরমে আবেদনকারী প্রতিষ্ঠানের তথ্য পূরন পূর্বক আবেদন পত্র আগামী ২২/০১/২০২৫ ইং তারিখ  বিকাল ৩;০০ ঘটিকার মধ্যে ইপসা প্রধান কার্যালয় , বাড়ী #এফ-১০(পি), রোড়# ১৩, ব্লক   #বি, চান্দগাঁও আ/এ , চট্টগ্রাম-৪২১২;  ঠিকানায় অফিস চলাকালীন সময়ে ( শুক্র, শনিবার এবং সরকারী ছুটির দিন ব্যতীত অন্যান্য দিন সকাল ৯.০০ হতে বিকাল ৫.০০টা) সরাসরি/ডাক যোগে পৌঁছাতে হবে।

প্রকিউরমেন্ট কমিটি , ইপসা

*আবেদনপত্রে খামের উপর উল্লেখিত সংশ্লিষ্ট টেন্ডারের বিষয় এবং রেফারেন্স নং উল্লেখ করতে হবে।

* জরুরী/প্রাসঙ্গিক যে কোনো তথ্য জানার জন্য ফোন নং ০১৬০০৩০৫৪৫১/ ০২৩৩৪৪৭০৯৯৬ (শুক্রবার, শনিবার ও ছুটির দিন ব্যতীত) সকাল ১০.০০ টা হতে বিকাল ৩.০০ টা পর্যন্ত যোগাযোগ করা যাবে।

Download Tender Schedule

YPSA Tender Ref 05. Lunch & Snacks

YPSA Tender Ref 06. Snacks

YPSA Tender Ref 07. Stationery


 

দরপত্র আহবান ২

স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা কর্তৃক উখিয়া এবং টেকনাফ উপজেলা এলাকায় বাস্তবায়িত এবং Save the Children এর সহায়তায় পরিচালিত “YPSA-Bureau of Population, Refugees and Migration (BPRM) project for Food Security & Livelihood and Child protection sectors” প্রকল্পের জন্য খাদ্যসামগ্রী (শুকনা খাবার), হস্তশিল্প (নকশী ও সেলাই কাজের) উপকরণ সামগ্রী, বাঁশ-বেতের তৈরী কারুকাজের উপকরণ সামগ্রী সংশ্লিষ্ট আগ্রহী ও প্রকৃত অভিজ্ঞতাসম্পন্ন সরবরাহকারী প্রতিষ্ঠানের নিকট থেকে ক্রয় করা হবে।

নিচে পদত্ত লিংক হতে টেন্ডার সিডিউল ডাউনলোড করে প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে এবং সিডিউল সাথে সংযুক্ত (এ্যানেক্সার-১) ফরমে আবেদনকারী প্রতিষ্ঠানের তথ্য পুরণ পূর্বক আবেদন পত্র আগামী ২৬/০১/২০২৫ ইং তারিখ বিকাল ৩:০০ ঘটিকার মধ্যে ইপসা প্রধান কার্যালয়, বাড়ী #এফ-১০(পি), রোড# ১৩, ব্লক# বি, চান্দগাঁও আ/এ, চট্টগ্রাম-৪২১২ ঠিকানায় অফিস চলাকালীন সময়ে (শুক্রবার ও শনিবার এবং সরকারী ছুটির দিন ব্যতীত অন্যান্য দিন সকাল ৯.০০ টা হতে বিকাল ৫.০০ টা) সরাসরি/ডাক যোগে পৌঁছাতে হবে।

প্রকিউরমেন্ট কমিটি, ইপসা।

Download Tender Schedule

Bamboo craft Items

DRY Food

Handicrafts Items

* আবেদনপত্রে খামের উপর উল্লেখিত সংশ্লিষ্ট টেন্ডারের বিষয় এবং রেফারেন্স নং উল্লেখ করতে হবে।

* জরুরী/প্রাসঙ্গিক যে কোনো তথ্য জানার জন্য ফোন নং ০১৬০০৩০৫৪৫১/০২৩৩৪৪৭০৯৯৬ (শুক্রবার ও শনিবার ব্যতীত)সকাল ১০.০০ টা হতে বিকাল ৩.০০ টা পর্যন্ত যোগাযোগ করা যাবে।


রিকুয়েস্ট ফর কোটেশন

স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা (www.ypsa.org) বাস্তবায়িত “UNDP” এর সহায়তায় পরিচালিত “Activating Village Courts in Bangladesh Phase-III Project” প্রকল্পের জন্য  স্টেশনারি সামগ্রী সংশ্লিষ্ট আগ্রহী ও প্রকৃত অভিজ্ঞতাসম্পন্ন সরবরাহকরী প্রতিষ্ঠানের নিকট থেকে ক্রয় করা হবে।  নিচে পদত্ত লিংক হতে আর এফ কিউ (RFQ) ডাউনলোড করে প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে কোটেশন লিখে এবং আর এফ কিউ ফরম  রিসিভ করে আবেদন পত্র আগামী /০১/২০২৫ ইং তারিখ  বিকাল ৫;০০ ঘটিকার মধ্যে ইপসা প্রধান কার্যালয় , বাড়ী #এফ-১০(পি), রোড়# ১৩, ব্লক   #বি, চান্দগাঁও আ/এ , চট্টগ্রাম-৪২১২;  ঠিকানায় অফিস চলাকালীন সময়ে ( শুক্র, শনিবার এবং সরকারী ছুটির দিন ব্যতীত অন্যান্য দিন সকাল ৯.০০ হতে বিকাল ৫.০০টা) সরাসরি/ডাক যোগে পৌঁছাতে হবে অথবা ypsaprocurement.org@gmail.com ইমেইল এ প্রেরন করতে হবে।

Download RFQ

* আবেদনপত্রে খামের উপর সংশ্লিষ্ট কোটেশন এর বিষয় এবং আরএফকিউ তে উল্লেখিত রেফারেন্স নং উল্লেখ করতে হবে।

* জরুরী/প্রাসঙ্গিক যে কোনো তথ্য জানার জন্য ফোন নং: ০১৬০০৩০৫৪৫১/০২৩৩৪৪৭০৯৯৬ (শুক্রবার, শনিবার এবং  ছুটির দিন ব্যতীত) সকাল ১০.০০ টা হতে বিকাল ৫.০০ টা পর্যন্ত যোগাযোগ করা যাবে।

 

প্রকিউরমেন্ট কমিটি ,

ইপসা