অফিস সাপোর্ট স্টাফ (ওএসএস) পদে নিয়োগ বিজ্ঞপ্তি
স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) <www.ypsa.org> গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) (সনদ নং: ০০২৯৯০১২৪৯০০৩৩৫) কর্তৃক অনুমোদিত এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগী প্রতিষ্ঠান। ইপসা আন্তর্জাতিক যুব বর্ষ ১৯৮৫ সাল হতে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। বৃহত্তর চট্টগ্রাম বিভাগে (পার্বত্য জেলা সহ) অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচিতে শাখা পর্যায়ে অফিস সাপোর্ট স্টাফ (ওএসএস) পদে দীর্ঘ সময় সংস্থার সাথে যুক্ত থেকে কাজ করার মানসিকতা সম্পন্ন যোগ্য, সৎ, পরিশ্রমী এবং অধূমপায়ী প্রার্থীদের নিকট হতে নিয়োগের জন্য দরখাস্ত আহবান করা যাচ্ছে।
পদের নাম | সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও বয়স | অভিজ্ঞতা | সর্বসাকুল্যে মাসিক বেতন |
অফিস সাপোর্ট স্টাফ (ওএসএস) | ১৫ জন | অষ্টম শ্রেণী, বয়স সর্বোচ্চ ৩৫ বছর (দক্ষ ও অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য) | অফিস সাপোর্ট স্টাফ পদে কাজ করার অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। | যোগদানের সময় মাসিক বেতন ১৩,০০০/- টাকা, তিন মাস পর কর্মমূল্যায়ন সাপেক্ষে নিয়মিতকরন হওয়ার পর মাসিক বেতন ১৬,০০০/- টাকা। |
সুবিধাদি:
বার্ষিক বেতন বৃদ্ধি, কন্ট্রিবিউটরী প্রভিডেন্ট ফান্ড (পিএফ), গ্র্যাচুইটি, ২ টি উৎসব বোনাস, বৈশাখী বোনাস, কল্যাণ তহবিল, শাখায় অবস্থানকালীন দৈনিক দুপুরের খাবার খরচ, শাখায় বিনামূল্যে আবাসন সুবিধা ইত্যাদি।
শর্তাবলী:
১। নির্বাচিতদের কাজে যোগদানের পূর্বে একজন সামর্থ্যবান জামিনদার দিতে হবে।
২। নির্বাচিত প্রার্থীদের চট্টগ্রাম বিভাগ (পার্বত্য চট্টগ্রাম সহ) এর যে কোন প্রত্যন্ত এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
৩। শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে।
৪। ইমেইলে পদের নাম/কুরিয়ার/ডাকযোগে/হাতে হাতে জমা দেওয়ার ক্ষেত্রে খামের উপর আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে।
৫। যে কোন প্রতিষ্ঠান কর্তৃক সেফগার্ডিং, জিরো টলারেন্স এর কারণে অব্যাহতি পাওয়া ব্যক্তিগণকে ইপসা’য় আবেদন করার জন্য নিরুৎসাহিত করা হচ্ছে।
৬। প্রার্থীদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবেনা।
আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত (নিজস্ব মোবাইল নং সহ) ও প্রধান নির্বাহী বরাবরে আবেদন পত্র আগামী ১৪ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে <cv.ypsa.hrmd@gmail.com> ইমেইলের মাধ্যমে প্রেরণ করতে হবে। হার্ড কপি ইপসা, বাড়ী # এফ ১০ (পি), রোড # ১৩, ব্লক- বি, চান্দগাঁও আবাসিক এলাকা, চট্টগ্রাম ৪২১২ এ ঠিকানায় কুরিয়ারে/ডাকযোগে/হাতে হাতে পৌঁছানো যাবে।
প্রার্থীর পক্ষে যে কোন ধরণের যোগাযোগ বা তদবীর প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। নিয়োগের ক্ষেত্রে ইপসা সম সুযোগ প্রদান করে থাকে। নিয়োগের ক্ষেত্রে যে কোন শর্তাবলীর সংযোজন, বিয়োজন, নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের ক্ষমতা ইপসা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
ইপসা মানব সম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়ন বিভাগ ।
প্রাসঙ্গিক বিষয়ে জানা ও যোগাযোগের নম্বর: ০২৩৩৪৪৭০৯৯৬ (অফিস সময়)