Skip to content Go to main menu
Accessibility
YPSA Logo
YPSA
Young Power in Social Action (YPSA) is an organization for sustainable development and NGO in Special Consultative Status with the United Nations Economic and Social Council (UN ECOSOC)
Sitemap

প্রোগ্রাম এন্ড ফাইন্যান্স এসিসট্যান্ট (পিএফএ) পদে নিয়োগ বিজ্ঞপ্তি

সুবিধাবঞ্চিত ও প্রান্তিক গ্রামীণ জনগোষ্ঠীর স্থানীয় বিচার ব্যবস্থায় প্রবেশাধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর আওতায় বাংলাদেশ সরকার, ইউরোপিয়ান ইউনিয়ন, এবং ইউএনডিপি বাংলাদেশ – এর যৌথ অর্থায়নে সিএইচটি (পার্বত্য চট্টগ্রাম) এলাকা ব্যতীত সারাদেশে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)” প্রকল্প স্থানীয় সরকার বিভাগ এর তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে।

ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা), আন্তর্জাতিক যুব বর্ষ ১৯৮৫ সাল হতে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। ইপসা ২০২৩-২০২৭ ইং মেয়াদে “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)” শীর্ষক প্রকল্পটি চট্টগ্রাম বিভাগের ৮টি, সিলেট বিভাগের ৪টি ও ঢাকা বিভাগের ৩টি জেলায় (মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ) দাতা সংস্থার আর্থিক ও কারিগরী সহায়তায় ইউএনডিপি এর মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।

উক্ত প্রকল্পের আওতায় প্রোগ্রাম এন্ড ফাইন্যান্স এসিসট্যান্ট (পিএফএ) পদে নিয়োগের জন্য সৎ, পরিশ্রমী এবং অধূমপায়ী যোগ্য প্রার্থীদের নিকট হতে প্রয়োজনীয় ডকুমেন্টসসহ আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। এ নিয়োগ শুধুমাত্র প্রকল্পের মেয়াদকালীন সময়ের জন্য প্রযোজ্য হবে।

পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, এবং কর্মস্থল কাজের অভিজ্ঞতা আনুসাঙ্গিক দক্ষতা প্রশিক্ষণসমূহ
পদের নাম: প্রোগ্রাম এন্ড ফাইন্যান্স এসিসট্যান্ট (পিএফএ)

শিক্ষাগত যোগ্যতা:

বানিজ্য বিভাগ/ব্যবসায় শিক্ষায় ব্যাচেলর ডিগ্রী।

কর্মস্থল: জেলা পর্যায়ে প্রকল্প কার্যালয়।

(চট্টগ্রাম/কক্সবাজার/ফেনী/কুমিল্লা/নোয়াখালী/চাঁদপুর/ব্রাক্ষ্মনবাড়িয়া/লক্ষীপুর/সিলেট/সুনামগঞ্জ/হবিগঞ্জ/মৌলভীবাজার/নারায়নগঞ্জ/মুন্সিগঞ্জ/ কিশোরগঞ্জ)

মাসিক বেতন:

 ২৪,০০০/- হতে ২৬,৪০০/- টাকা।

প্রকল্পের অর্থ সংক্রান্ত কার্যক্রম, বাজেট তৈরী, ব্যয় ট্র্যাক রেকর্ড ও ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এ সহযোগী হিসাবে কাজ করার ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে

জাতীয় বা আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থায় কাজ করার অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার প্রদান করা হবে।

·  প্রোগ্রাম বাজেটিং, ব্যয় ট্র্যাক রেকর্ড ও ফাইন্যানসিয়াল রিপোর্টিং এ দক্ষতা থাকতে হবে

·  সরকারী প্রতিষ্ঠানের নিয়ম-নীতি সম্পর্কে এবং সমন্বয় এর বিষয়ে অভিঞ্জতা থাকতে হবে।

·  মাইক্রোসফট অফিস (এমএস ওয়ার্ড, এক্সেল, একাউন্টিং সফটওয়্যার) পরিচালনা ও ইন্টারনেট ব্রাউজিং, ই-মেইল আদান-প্রদান ইত্যাদি কাজে দক্ষ হতে হবে।

 শর্তাবলী:

১. আবেদনকারীগনকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। আগ্রহী প্রার্থীগণকে সাম্প্রতিক জীবনবৃত্তান্তসহ, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয় পত্রের তথ্যসহ আগামী ২৫/০৮/২০২৫ ইং তারিখের মধ্যে Apply online BDJOBS এর মাধ্যেমে আবেদন করতে হবে।

২. দ্রুত ও স্বল্প সময়ের মধ্যে যোগাযোগের সুবিধার্থে আবেদনপত্রের মধ্যে নিজস্ব ইমেইল এবং মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।

৩. শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভূক্ত প্রার্থীদের সঙ্গে প্রয়োজন মাফিক যোগাযোগ করা হবে।

৪. লিখিত/নির্বাচনী পরীক্ষার তারিখ, সময় ও স্থান ইত্যাদি এসএমএস/ই-মেইল/মাধ্যমে যথাসময়ে জানানো হবে।

৫. নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের প্রার্থীদের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবেনা।

৬. অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদনপত্র এবং আবেদনপত্রের সাথে বিজ্ঞাপনে উল্লেখিত প্রয়োজনীয় তথ্যাবলী না থাকলে আবেদনপত্র স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে।

৭. যোগ্য নারী প্রার্থীদেরকে নিয়োগে বিশেষভাবে অগ্রাধিকার দেয়া হবে

৮. যে কোন প্রতষ্ঠিান র্কতৃক সেফগার্ডিং, জিরো টলারন্সে এর কারণে অব্যাহতি পাওয়া ব্যক্তগিণকে ইপসা’য় আবদেন করার জন্য নিরুৎসাহিত করা হলো।

৯. যে কোন ধরনের তদবির বা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

ইপসা মানব সম্পদ ব্যবস্থাপনা উন্নয়ন বভিাগ

প্রাসঙ্গকি বষিয়ে জানা যোগাযোগরে নম্বর: ০২৩৩৪৪৭০৯৯৬ (অফিস সময়)