অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচিতে এরিয়া ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার, ক্রেডিট অফিসার সহ নিয়োগ
স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা (www.ypsa.org) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) (সনদ নং: ০০২৯৯০১২৪৯০০৩৩৫) কর্তৃক অনুমোদিত এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগি প্রতিষ্ঠান। ইপসা আন্তর্জাতিক যুব বর্ষ ১৯৮৫ সাল হতে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। বৃহত্তর চট্টগ্রাম বিভাগে (পার্বত্য জেলা সহ) ব্রাঞ্চ পর্যায়ে অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচিতে নিম্নলিখিত পদ সমূহে দীর্ঘ সময় সংস্থার সাথে যুক্ত থেকে প্রত্যন্ত এলাকায় উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করার মানসিকতা সম্পন্ন যোগ্য, সৎ, পরিশ্রমী এবং অধূমপায়ী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
ক্র. নং | পদের নাম | সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও বয়স | অভিজ্ঞতা | সর্বসাকুল্যে মাসিক বেতন |
1 | এরিয়া ম্যানেজার | 5 জন | স্নাতকোত্তর,
বয়স সর্বোচ্চ ৪৫ বছর |
পিকেএসএফ সহায়তা প্রাপ্ত এনজিও তে ৫ টি ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে ০৩ বছর কাজের অভিজ্ঞতা। | যোগদানের সময় ৪২,০০০/-
নিয়মিতকরন হলে ৫০,০০০/-
|
2 | ব্রাঞ্চ ম্যানেজার | ১০ জন | স্নাতকোত্তর
বয়স সর্বোচ্চ ৪৫ বছর |
পিকেএসএফ সহায়তা প্রাপ্ত এনজিও তে ব্রাঞ্চ ম্যানেজার পদে কমপক্ষে ০৩ বছর কাজের অভিজ্ঞতা। | যোগদানের সময় ৩২,০০০/-
নিয়মিতকরন হলে ৩৬,০০০/-
|
3 | সহকারী ব্রাঞ্চ ম্যানেজার | ১০ জন | স্নাতকোত্তর,
বয়স সর্বোচ্চ ৩৫ বছর |
অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচিতে কাজ করার জন্য আগ্রহী হতে হবে। | যোগদানের সময় ১৬,০০০/-
নিয়মিতকরন হলে ২২,০০০/- |
4 | ক্রেডিট অফিসার | ৫০ জন | এইচএসসি/স্নাতক,
বয়স সর্বোচ্চ ৩০ বছর |
পিকেএসএফ সহায়তা প্রাপ্ত/ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচিতে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। | এইচএসসি পাশ ১৫,০০০/-, নিয়মিতকরন হলে ২০,০০০/-
স্নাতক পাশ ১৬,০০০/-, নিয়মিতকরন হলে ২১,০০০/- |
5 | অফিস সাপোর্ট স্টাফ
(ও এস এস) |
১০ জন | ৮ম শ্রেণী,
বয়স সর্বোচ্চ ৩৫ বছর |
অফিস সাপোর্ট স্টাফ হিসেবে অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। | যোগদানের সময় ১১,০০০/-
নিয়মিতকরন হলে ১৩,০০০/-
|
সুবিধাদি: প্রত্যেক পদে বার্ষিক বেতন বৃদ্ধি, বৈশাখী বোনাস, ০২ টি উৎসব বোনাস, কল্যাণ তহবিল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, শাখায় ফ্রি আবাসন ব্যবস্থা, ফুয়েল বিল, মোবাইল বিল, দৈনিক লাঞ্চ ভাতা, ক্রেডিট অফিসারদের মাসিক যাতায়াত ভাতা এবং সংস্থায় প্রচলিত অন্যান্য সুযোগ সুবিধাদি নিয়মানুযায়ী প্রযোজ্য হবে।
শর্তাবলী:
১. ১ নং ও ২ নং পদের জন্য কম্পিউটারে বাংলা ও ইংরেজীতে এমএস ওয়ার্ড, এক্সেল, প্রতিবেদন তৈরীতে ভালো দক্ষতা এবং মোটর সাইকেল চালনায় সক্ষমতা সহ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
২. ৪ নং প্রার্থীদের বাইসাইকেল চালিয়ে কাজ করতে হবে। নিয়মিত করনের পর নির্দিষ্ট সময় পর মাসিক লোন পরিশোধের ভিত্তিতে সংস্থা হতে মোটর সাইকেল প্রদান করা হবে।
৩. ১ নং হতে ৫ নং পদে নির্বাচিতদের কাজে যোগদানের পূর্বে একজন সামর্থ্যবান জামিনদার এবং জামানত হিসেবে ১০,০০০/- টাকা (লভ্যাংশসহ ফেরতযোগ্য) হিসাব বিভাগে জমা দিতে হবে।
৪. খামের উপর আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে।
আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত (নিজস্ব মোবাইল নং সহ) ও আবেদন পত্র, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের কপি, জাতীয়তা সনদ পত্রের কপি/অনলাইন জন্মনিবন্ধন কপি, পাসপোর্ট সাইজের সাম্প্রতিক ২ কপি রঙিন ছবি, প্রধান নির্বাহী, ইপসা, বাড়ী # এফ ১০ (পি) রোড # ১৩, ব্লক- বি, চান্দগাঁও আবাসিক এলাকা, চট্টগ্রাম ৪২১২ ঠিকানায় আগামী ২৫/০৬/২০২৩ ইং তারিখের মধ্যে ডাকযোগে/কুরিয়ার/হাতে হাতে প্রেরণ করতে হবে।
ইমেইলে কোন আবেদন গ্রহণ করা হবেনা। প্রার্থীর পক্ষে যে কোন ধরণের যোগাযোগ বা তদবীর প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। নিয়োগের ক্ষেত্রে ইপসা সম সুযোগ প্রদান করে থাকে। নিয়োগের ক্ষেত্রে যে কোন শর্তাবলীর সংযোজন, বিয়োজন, নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের ক্ষমতা ইপসা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
ইপসা মানব সম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়ন বিভাগ । প্রকাশিত: দৈনিক প্রথম আলো, ১৩ জুন ২০২৩