Skip to content Go to main menu
Accessibility
YPSA Logo
YPSA
Young Power in Social Action (YPSA) is an organization for sustainable development and NGO in Special Consultative Status with the United Nations Economic and Social Council (UN ECOSOC)
Sitemap

প্রোগ্রাম অর্গানাইজার (পি,ও)

স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা (www.ypsa.org) কর্তৃক বাস্তবায়িত UNICEF এর আর্থিক ও কারিগরী সহযোগিতায় BRAC Skill Development Program (SDP) এর আওতায় Partnership Reinforcement for Integrated Skills enhancement (PRISE) প্রকল্পে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকাস্থ বাকলিয়া, হালিশহর, কাটগড় এবং পটিয়া উপজেলাস্থ শান্তিরহাট ব্রাঞ্চের আওতাধীন পরিচালিত এলাকা সমূহে প্রাথমিক ভাবে প্রকল্প সময় জুন ২০২৩ হতে মার্চ ২০২৪ সময়কাল পর্যন্ত সংস্থার সাথে যুক্ত থেকে কাজ করার মানসিকতা সম্পন্ন সৎ, যোগ্য, কর্মঠ এবং অধূমপায়ী প্রার্থীদের নিকট থেকে নিম্নোক্ত শর্তাবলীর আলোকে আবেদন আহবান করা যাচ্ছে। যোগ্যতা সম্পন্ন নারী প্রার্থীদের নিয়োগে অগ্রাধিকার প্রদান করা হবে।

পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা বেতন ও অন্যান্য সুবিধাদি কাজের বিবরণ
প্রোগ্রাম অর্গানাইজার (পি, ও) কমপক্ষে স্নাতক মাসিক বেতন সর্বসাকুল্যে ১৫,০০০/- টাকা। প্রকল্প নির্ধারিত অন্যান্য সুবিধাদি যাতায়াত বিল, মোবাইল ও ইন্টারনেট বিল, ফেস্টিবল বোনাস প্রদান করা হবে। §  এ পদের কাজ সমূহ ১০০% ফিল্ড বেইজড।

§  প্রকল্পের গাইডলাইন মোতাবেক বিদ্যালয় হতে ঝরে পড়া ১৪-২৪ বছরের মেয়ে শিশু-কিশোরদের তালিকা তৈরী করা।

§  এলাকা ভিত্তিক প্রকল্প গাইডলাইন মোতাবেক বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীদের তালিকা তৈরী করা।

§  বিদ্যালয় হতে ঝরে পড়া শিক্ষার্থীদের বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীদের সাথে সংযোগ স্থাপন করা এবং স্কীল ট্রেনিং প্রদান করা।

§  মাঠ পর্যায়ে প্রাপ্ত বিদ্যালয় হতে ঝরে পড়ার তথ্য সমূহ নির্ধারিত ফরমেটে নিজের স্মার্ট ফোনের মাধ্যমে এন্ট্রি করতে হবে।

§  প্রাপ্ত চূড়ান্ত তালিকা হতে সময়ে সময়ে প্রশিক্ষণ এর জন্য শিক্ষার্থী বাছাই করা এবং তাদের উপস্থিতি নিশ্চিত করা ও নিয়মিত ফলোআপ করা।

 

শর্তাবলী:

  1. চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার বাকলিয়া, হালিশহর, কাটগড় এবং পটিয়া উপজেলাস্থ শান্তিরহাট এলাকার বাসিন্দাদের আবেদন গ্রহণ করা হবে।
  2. উল্লেখিত পদে এনজিও-তে কাজের অভিজ্ঞতা ও যোগ্যতা সম্পন্নদের নিয়োগে অগ্রাধিকার প্রদান করা হবে।
  3. নির্বাচিত প্রার্থীদের প্রত্যন্ত এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
  4. শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদের নিয়োগ পরীক্ষায় অংশ্রগহণের জন্য আমন্ত্রণ জানানো হবে।
  5. যে কোন প্রকার ব্যক্তিগত যোগাযোগ ও তদবীর প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
  6. প্রকল্পে সকল শিক্ষার্থী মেয়ে শিশু-কিশোর বিধায় নারী প্রার্থীদের সর্বোচ্চ অগ্রাধিকার ও প্রকল্পকালীন মেয়াদ পর্যন্ত কাজ করার প্রতিশ্রুতি প্রদান করতে হবে।

প্রাথমিক ভাবে প্রধান নির্বাহী, ইপসা বরাবরে আবেদপত্র, প্রার্থীর জীবন-বৃত্তান্তে প্রার্থীর ইমেইল, এনআইডি কপি, যোগাযোগের জন্য প্রার্থীর মোবাইল নম্বর, এলাকার নাম, সাম্পতিক কালে তোলা রঙ্গিন ছবি জীবন-বৃত্তান্তে সংযুক্ত করে <cv.ypsa.hrmd@gmail.com> ইমেইল ঠিকানায় আগামী ১৫/০৫/২০২৩ ইং তারিখ রোজ সোমবারের মধ্যে পাঠাতে হবে।

নিয়োগের ক্ষেত্রে ইপসা সম সুযোগ প্রদান করে থাকে। নিয়োগের ক্ষেত্রে যে কোন শর্তাবলীর সংযোজন, বিয়োজন ও নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল বা পুন: বিজ্ঞপ্তি দেওয়ার ক্ষমতা ইপসা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

ইপসা মানব সম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়ন বিভাগ ।

****