Skip to content Go to main menu
Accessibility
YPSA Logo
YPSA
Young Power in Social Action (YPSA) is an organization for sustainable development and NGO in Special Consultative Status with the United Nations Economic and Social Council (UN ECOSOC)
Sitemap

ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর (নিরাপদ দুগ্ধ পণ্যের বাজার উন্নয়ন) শূন্য পদে নিয়োগ

স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা (ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন) <www.ypsa.org> চট্টগ্রাম, পার্বত্য জেলাসহ বৃহত্তর চট্টগ্রাম বিভাগে ১৯৮৫ (আন্তর্জাতিক যুব বর্ষ) থেকে কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও উন্নয়ন সহযোগী ইফাদের অর্থায়নে Rural Microenterprise Transformation Project (RMTP) এর আওতায় ৩ বছর মেয়াদি ‘নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন’ শীর্ষক ভ্যালু চেইন উন্নয়ন উপ প্রকল্পে চট্টগ্রাম জেলার চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সীতাকুণ্ড ও মীরসরাই উপজেলায় বাতবায়িত হচ্ছে।

Job Title: ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর (নিরাপ দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন)

Duration:  ডিসেম্বর ২০২৫

No. of vacancy: জন

Job description/Responsibilities:

1.1.              বাংলাদেশে লাইভস্টকের উপকরণ ও সেবা নিয়ে কাজ করছে এমন সরকারি, বেসরকারি ও কোম্পানির উপকরণ ও সেবার গুণগত মান যাচাইপূর্বক এ, বি, সি ইত্যাদি ক্যাটাগরিতে শ্রেণীবিন্যাস করা; প্রথম সারির এক্টরদের সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে প্রকল্পভুক্ত এলাকায় গুণগত উপকরণ ও সেবার অভিগম্যতা নিশ্চিত করা।

1.2.             প্রকল্প এলাকায় বিদ্যমান উপকরণ ও সেবা চিহ্নিতকরণ, উক্ত উপকরণ ও সেবা বিক্রয়ের পদ্ধতি সম্পর্কে পর্যালোচনাপূর্বক সম্ভাব্য নতুন ও বিদ্যমান উপকরণ ও সেবার একটি তালিকা তৈরি ও প্রমোশন পদ্ধতি উন্নয়নে স্ট্রাটিজি তৈরি। বিদ্যমান উপকরণ ও সার্ভিসে ভ্যালু এডিশন ও নতুন সার্ভিস চালুর লক্ষে সংশ্লিষ্ট কোম্পানির মাধ্যমে এলএসপিদের দক্ষতা উন্নয়ন।

1.3.             সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর কর্তৃক উপ-প্রকল্পের নির্বাচিত সদস্যের ভ্যালিডেশন, ইনসেপশান ফেজে ড্রপবক্সে সকল সদস্যের প্রফাইল আপডেট, সার্ভিস প্রভাইডার উন্নয়নপূর্বক খামারিদের সাথে তাদের সংযোগ স্থাপন, গুণগত উপকরণ ও সেবা সহজীকরণ বা সহজপ্রাপ্যকরণে কারিগরি সহায়তা প্রদান।

1.4.              সহকারি ভ্যালু চেইন ফ্যাসিলিটেটরদের সাথে সাপ্তাহিক ও মাসিক কর্মপরিকল্পনা তৈরি, প্রতিদিন সকালে ও বিকেলে পরিকল্পনা পর্যালোচনা, প্রয়োজনানুযায়ী পরিমার্জিত পরিকল্পনা তৈরি, পরিকল্পনা অনুযায়ী কর্মকাণ্ডের বাস্তবায়ন, সহকারি ফ্যাসিলিটেটরদের কাজের সুপারভিশন ও মনিটরিং, মাঠের সমস্যা ও চ্যালেঞ্জ চিহ্নিতকরণ এবং সমস্যা সমাধানে ও চ্যালেঞ্জ থেকে উত্তোরণে প্রয়োজনে প্রাইভেট সেক্টরের পলিসি ও সাপোর্ট ফাংশানে পরিবর্তন ও পরিমার্জনে সহায়তা প্রদান। মাঠের চ্যালেঞ্জ ও শিখন বিষয়ে ডকুমেন্টেশান এবং প্রতিমাসে ২টি কেস স্টাডি তৈরি।

1.5.             প্রাইভেট কোম্পানি, ডিএসএস ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের মাঝে সমন্বয়ের মাধ্যমে উপ-প্রকল্পের স্টিয়ারিং কমিটি গঠন, কমিটির সাথে নিয়মিত বৈঠক ও সভার কার্যবিবরণী তৈরি করা ও সে অনুযায়ী কর্মকান্ডের বাস্তবায়ন।

1.6.             নিয়মিত উদ্যোগ পরিদর্শন, উদ্যোগ বিশেস্নষণ, সমস্যা চিহ্নিতকরণ ও সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ। প্রতিটি উদ্যোগের ব্যাকওয়ার্ড ও ফরওয়ার্ড সংযোগ বিশ্লেষণ, কোন গ্যাপ পরিলক্ষিত হলে সংযোগ জোড়দার ও নতুন সংযোগস্থাপনে কারিগরি সহায়তা প্রদান।

1.7.              সার্ভিস প্রভাইডার পর্যায়ে বিজনেস মডেল ক্যানভাস ও বিজনেস প্লান উন্নয়নে সংশ্লিষ্ট প্রাইভেট সেক্টরের সংযোগ স্থাপন, তাদের পণ্য ও সেবা প্রমোশনে নিয়মিত সেমিনার, কর্মশালা ও ক্যাম্পেইন আয়োজন; বেসরকারি পরামর্শ সেবা উন্নয়নে সর্বদায় সার্ভিসসমূহ বিশ্লেষণ ও কার্যকরী ভুমিকা রাখা।

1.8.             প্রকল্পভুক্ত জেলায় প্রাইভেট প্রাকটিসে জড়িত রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তারের তালিকা তৈরি, তাদের দক্ষতা উন্নয়নের দিকসমূহ চিহ্নিতকরণ, তাদের জন্য বিশেষায়িত প্রশিক্ষণ কোর্সের ডিজাইন তৈরি ও হাতেকলমে প্রশিক্ষণের আয়োজন।

1.9.             নিরাপদ মাংস ও দুধ উৎপাদনে Global GAP বিষয়ে পর্যালোচনা ও গবেষণা করা, বাংলাদেশে গ্লোবাল গ্যাপ নিয়ে কাজ করছে এমন ব্যক্তি বা প্রতিষ্ঠানের তালিকা তৈরি, তাদের কর্মকাণ্ডের পরিসর সম্পর্কে জেনে তাদের সাথে যোগাযোগ এবং সে অনুযায়ী খামারি ও সার্ভিস প্রভাইডারদের প্রশিক্ষিতকরণে সক্রিয় ভুমিকা রাখা।

1.10.          এলএসপি ও প্রাইভেট সেক্টরের সাথে নিয়মিত যোগাযোগ এবং ইন্টারভেনশান বিশ্লেষণের মাধ্যমে এক্সিটের কর্মকৌশল তৈরি, সে অনুাযায়ী মাঠ পর্যায়ে বাস্তবায়ন এবং এর মূল্যায়ন।

1.11.           উপ-প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার জন্য টিমের সাথে মাসিক সভার আয়োজন, মাসিক প্রতিবেদন তৈরি, সিনিয়র ও জুনিয়রদের সাথে সকল কার্যক্রমের হাতনাগাদ তথ্য বিশ্লেষণ, মাঠ পর্যায়ের গুড প্যাকটিস চিহ্নিতকরণ, নিজ টিম ও অন্যান্য স্টেকহোল্ডারদের জন্য নিয়মিত লার্নিং এন্ড শেয়ারিং সেশন আয়োজন।

1.12.          মনিটরিং এন্ড রেজাল্ট ম্যানেজমেন্ট অফিসার ও ফাইন্যান্স, এডমিন এন্ড প্রকিউমেন্ট অফিসারের সাথে নিয়মিত উপ-প্রকল্পের ইন্টারভেনশান, বাজেট ও লগফ্রেম পর্যালোচনা করা, পিছিয়ে থাকা কর্মকা-সমূহ চিহ্নিতকরণ ও লক্ষ্য অর্জনে কর্মপরিকল্প তৈরি ও বাস্তবায়ন।

1.13.          বিভিন্ন সংস্থা/মার্কেট এক্টরদের বিদ্যমান পলিসি পর্যালোচনা, নতুন পলিসি উন্নয়নে এ্যাডভোকেসী এবং বিভিন্ন সংস্থা/প্রাইভেট সেক্টর কর্তৃক বাস্তবায়নযোগ্য নতুন প্রযুক্তি হস্তান্তর। মহিষ, ভেড়া ও ছাগলের রেডিফিড ও কৃত্রিম প্রজনন সেবা চালু করতে স্থানীয় ও জাতীয় পর্যায়ে কোম্পানির সাথে নিয়মিত যোগাযোগ, এডভোকেসী ও কর্মপন্থা বের করা।

1.14.           উপ-প্রকল্পের সুপারভাইজার কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব সুষ্ঠভাবে সম্পন্ন তৎপর থাকা। 

Educational Qualification:

যে কোন পাবলিক বিশ্ববিদ্যালয় হতে এম,এসসি ইন ফুড সাইন্স ও টেকনোলজি বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর।

Experience Requirement:

  • বয়স: প্রার্থীর বয়স অবশ্যই ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
  • অভিজ্ঞতা: ভ্যালু চেইন অথবা মার্কেট ডেভেলপমেন্ট এপ্রোচ/প্রোগ্রাম অথবা লাইভস্টক সার্ভিস মার্কেট উন্নয়নে জাতীয়/আনত্মর্জাতিক সংস্থায় অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেয়া হবে।
  • ড্রাইভিং লাইসেন্স: মোটর সাইকেল চালানোয় পারদর্শী বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকবে।
  • কম্পিউটার লিটারেসি: কম্পিউটারে বাংলা ও ইংরেজি টাইপে পারদর্শী হতে হবে। এমএসওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্টে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন।

Monthly Salary (approximate):

মোট বেতন ৪২,৭৩৫. টাকা।

সুবিধাদি: বাৎসরিক বেতন বৃদ্ধি, উৎসব বোনাস এবং বৈশাখি বোনাস প্রযোজ্য হবে।

Job location: চট্টগ্রাম জেলার চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সীতাকুণ্ড ও মীরসরাই উপজেলা।

আবেদন প্রক্রিয়া:

আগ্রহী ও যোগ্য প্রার্থীগণ প্রধান নির্বাহী, ইপসা, বাড়ী#এফ ১০ (পি), রোড#১৩, ব্লক-বি, চান্দগাঁও আ/এ, চট্টগ্রাম-৪২১২ এ ঠিকানায় জীবনবৃত্তানত্ম, সকল শিড়্গাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সনদ পত্রের ফটোকপি, এনআইডি কপি সহ আগামী ২৬/১১/২০২৩ ইং তারিখের মধ্যে ডাকযোগে/কুরিয়ার সার্ভিসে/হাতে হাতে উলেস্নখিত ঠিকানায় পৌঁছাতে হবে। খামের উপর পদের নাম অবশ্যই উলেস্নখ করতে হবে।

নিয়োগের ক্ষেত্রে ইপসা সম-সুযোগ প্রদান করে এবং শিশু সুরক্ষা ও জেন্ডার বিষয়ে সংবেদনশীল। ধুমপায়ীদের আবেদন করার জন্য নিরম্নৎসাহিত করা হচ্ছে। শুধুমাত্র বাছাকৃত যোগ্য প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে।

আবেদন কারীর পক্ষে যে কোন ধরনের ব্যক্তিগত যোগাযোগ/তদবীর প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

ইপসা মানব সম্পদ ব্যবস্থাপনা উন্নয়ন বিভাগ।